একজন উদ্যোক্তা, কাজ শুরু করার পর থেকে কি কি করণীয়। ফেসবুক পেজ চালাতে যেয়ে কি ধরনের সমস্যা আপনার হতে পারে এবং তার সমাধান কি হতে পারে। এমন সকল সমস্যা ও সমাধান নিয়েই আমার লেখা কন্টেন্ট আছে কিন্তু পড়ার লোকের অভাব।
অনেকেই শুধু কমেন্ট করে খালাস কিন্তু কি আছে সেটা পড়ে মাথায় ঢোকানো এবিলিটি নাই,অনেকেই তো লোক দেখানো কমেন্ট করেন।
এইজন্য এমন মোবাইল কল ও ম্যাসেজ এলে আমি বিরক্ত হই যেগুলির সমাধান আমার লেখাতে আগেই দেয়া আছে। যারা একেবারে মুখে তোলা খাবার নিতে চান তাদেরকে বাসার বাইরে ভার্চুয়ালিও না আসার অনুরোধ করছি।
ঈদের পর থেকে যেকোন পরামর্শের জন্য ফী নির্ধারন করবো এইজন্যই, যেসকল কন্টেন্ট পাবেন না সেগুলি জানালে আমি লিখে দিব। আসলেই জাতি হিসাবে আমরা উন্মুক্ত শিক্ষাকে উলুবনে মুক্তা ছড়ানো বলি।