Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
আমরা তো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট , জিমেইল অ্যাকাউন্ট বা যেকোনো সামাজিক মাধ্যম গুলা সেফ রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি । কিন্তু আপনি কি জানেন একজন হ্যাকার আপনার মোবাইল ফোন টাই হ্যাক করে নিতে পারে আপনার অজান্তেই ? হ্যাকার যেভাবে আপনার মোবাইল ফোন হ্যাক করেঃ-
1.Spy Apps – বিভিন্ন প্রকার অ্যাপ দ্বারা হ্যাকার আপনার ফোন হ্যাক করে নিতে পারে । সেজন্য কোন অপরিচিত লোকের দেওয়া অ্যাপ আপনি ইন্সটল করবেন না । বিশ্বাস যোগ্য ওয়েবসাইট বা লিঙ্ক থেকে অ্যাপ ইন্সটল করবেন ।
2.Phishing By Message – এই বিষয় টি এর আগেও পোস্ট করা হয়েছে । আবারও বলি , এটা হল এক প্রকার ফাদ । হ্যাকার এর দেওয়া কোন হাইপার লিঙ্ক বা তার দেওয়া ইন্সট্রাকশন অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে সে আপনার পুরো ডিভাইস কেই হ্যাক করে নিতে পারে । সেজন্য কোন অপরিচিত লোকের দেওয়া কোনো ইন্সট্রাকশন অনুযায়ী কাজ করবেন না।
3.Snooping Via Open Wi-Fi Networks – অবাক হচ্ছেন ? ফ্রী ওয়াইফাই পেলে কে নেন না ? হ্যাকার এই সুযোগ আপনাকে দিয়ে কেরে নিতে পারে আপনার সকল ইনফর্মেশন / আপনার ফোনের সকল তথ্য । তাই অপরিচিত জাইগা বা অচেনা কারর দেওয়া ওয়াইফাই আপনার ফোন বা ট্যাব এগুলা তে সংযোগ দিবেন না ।
4.Click Jacking Attacks: হ্যাকিংয়ের এই ধরণের ক্ষেত্রে হ্যাকার আপনার ক্লিকগুলি হাইজ্যাক করে যা সঠিক পৃষ্ঠার জন্য নয়, তবে এমন কোনও পৃষ্ঠার জন্য যেখানে হ্যাকার আপনাকে চায়। এটি লুকানো লিঙ্কে ক্লিক করে একটি অনাকাঙ্ক্ষিত ক্রিয়া সম্পাদন করতে কোনও ইন্টারনেট ব্যবহারকারীকে বোকা বানিয়ে কাজ করে। এজন্য কোন টাকা , গিফট ইত্যাদির লোভ দেখিয়ে আপনাকে লিঙ্ক দিলে সেটা তে ক্লিক করা বা সেই সাইট এ ঢোকা থেকে বিরত থাকতে হবে।
5.Virus, Trojan: এক্ষেত্রে হ্যাকার বিভিন্ন আকর্ষণীয় অ্যাপ বানিয়ে সেটা ভাইরাস করে রাখে । এরপর আপনাকে যদি কোনোভাবে ওই অ্যাপ ইন্সটল করিয়ে নিতে পারে তাহলে তারা আপনার ডিভাইস এর ডাটা হাইজাক করে নিতে পারে। আশা করি সবাই বুঝতে পারছেন । নিজেদের ডিভাইস গুলা নিজেদের দায়িত্তে সংরক্ষন করবেন বা সুরক্ষিত রাখবেন । ধন্যবাদ ।
A Content By Mithila Sanjana