Physical Address
ICT Care, 145 Jail Rd, Jashore
01921-816779
স্বপ্ন যখন উদ্যোক্তা হবো।
নতুন দের জন্য সম্পূর্ন গাইডলাইন পর্ব-০৬
ঘড়ির কাটায় টিক টিক করে সকাল ১০ টা।
ক্লাসের সকলেই Adv Esmatulla Lucky Lipi Chowdhury Madhurjo Marshad Ayesha Binte Ali Tahmina Chowdhury Asif Abdullah Ummay Salma সকলেই নড়ে চড়ে বসেছে।
কারন টা কি জানার জন্য Tasnem Binte Mahbub আপু আবার জানতে চাইলো কি হলো সবার?
এই সময় দেখা গেলো Rakifa Akter Ratna ম্যাডাম এলেন ক্লাসে।
উনি ঢুকেই জানালেন আজকের আলোচনার বিষয় হলো জমি কেনা ও বাড়ি কেনা।
Ferdousi Akhter আপু হঠাত উঠে প্রশ্ন করলেন যে ম্যাডাম আমাদের তো ডোমেইন নিয়ে কথা হচ্ছিলো আজ হঠাত এটা।
ম্যাডাম জানালেন সৌভিক বলো তো ডোমেইনের সাথে এই জমি জমার কি সম্পর্ক?
সৌভিক: আমরা ধরুন একটা জমি কিনতে চাইলে সবার আগে আমাদের কি লাগবে?
Jubaer Noman ভাই জানালো যে আমাদের সবার আগে নিজেকে একজন নাগরিক হিসাবে প্রমান দিতে হবে।
এমন সময় Marin Naznin আপু বলে উঠলো যে আরে আমরা তো জন্মসুত্রে নাগরিক আছি ই তাহলে আবার কি দরকার?
সৌভিক: জন্মসুত্রে নাগরিক হবার পর ও কোন কাজে বৈধতা লাগে যে আমি ই আসলে ঐ ব্যাক্তি কিনা।
ঠিক তেমন ব্যাবসা করতে ডোমেইন লাগে না।
কিন্তু ফেসবুক তো আপনাকে চেনে না চেনে আপনার পেইজ কে।
তাই সেখানে ডাটাবেজে আপনার পেজের সকল তথ্য থাকে।
আপনার টা ও থাকে কিন্তু যদি বৈধতার প্রশ্ন আসে যে এই নামে তো আরোরো পেইজ বা ব্যাবসা আছে তাহলে কোন টা আপনি?
তখন ই ডোমেইন টা ভূমিকা রাখে।
এবার সবাই বলে উঠলো তাহলে আমাদের যে নামে ব্যাবসা আছে সেই নামের রেজিষ্ট্রেশন টা হলো ডোমেইন।
ম্যাডাম বললো জ্বী এটাই।
এবার Pinks Doll আপু বললেন নাম তো আছেই এবার আমি বাড়ি বানাবো।
তাহলে আমার কি করতে হবে?
সৌভিক: সহজ উত্তর আপু, আগে আপনাকে জমি কিনতে হবে।
জমি কেনার মত পজিশনে গেলেই জমি কিনুন।
আর এই জমি কেনাটাই হলো হোষ্টিং।
জমিতে যেমন প্রতিবছর খাজনা দিতে হয় তেমন হোষ্টিং ও হলো অনলাইনের জমি যার জন্য প্রতিবছর রিনিউ চার্জ দিতে হয়।
Arifa Hossain আপু আবার প্রশ্ন করলো আমার জমি কেনা শেষ এখন আমি বাড়ি করি বা দোকান করি তাতে আমার কি লাগবে?
সৌভিক: আপু বাড়ি করতে বা দোকান করতে যেমন ইট,বালি,রড,সিমেন্ট লাগে তেমন অনলাইনে এমন বাড়ি করতে HTML,CSS,Jquery,Bootstrap,PHP,WP এগুলির সম্বনয়ে কিংবা শুধু Wp দিয়ে ওয়েব সাইট বানাতে হয়।
Jannatul Ferdous আপু প্রশ্ন করলো এটা করতে কেমন লহরচ আসে?
সৌভিক: আপনি বাড়ি যেমন করবেন তেমন খরচ হবে।
যেমন ইঞ্জিনিয়ার নিবেন তেমন বিল দিবেন।
ধরুন রাজমিস্ত্রি ৫০০-১০০০ টাকায় ও বলে দিতে পারে।
আবার সিভিল ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেক্ট তো তো তার বিল ঐ রকম নিবে না
আবার আপনার ও বুঝতে হবে তার কোয়ালিটি এমন না।
তাহলে সারমর্ম কি আসলো?
Hasna Yeasmin Zumurr আপু জানালেন
ব্যাবসার নাম রেজিষ্ট্রেশন হলো ডোমেইন
আর অনলাইনে আমার ষ্ট্রোর কে প্রতিষ্ঠা করা হলো হোষ্টিং কেনা।
আর আমার দোকান কে সুন্দর করে সাজিয়ে সকলের সামনে উপস্থাপন করা হলো ওয়েবসাইট।
সকলেই বুঝলেন কিনা কমেন্ট করবেন।
যদি ভেবে থাকেন আমি আপনার কোন উপকারে আসবো তাহলে কিছু বলা লাগবে না, কোন অনুমতি লাগবে না সোজা ইনবক্স করবেন।
বি:দ্র: যাদের আইডি লক তারা রিকুয়েষ্ট দিবেন না।
না চিনে না বুঝে একসেপ্ট করা কঠিন।
এটা কে কেউ খারাপ ভাবে নিবেন না।
পরবর্তী পোষ্টে হোষ্টিং নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
শুভ কামনা সবার জন্য রইলো।
সৌভিক
কাজ করছি ই-কমার্স ও এফ- কমার্সের সব কিছু নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ICT CARE