স্বপ্ন যখন উদ্যোক্তা হবার – ০৩

স্বপ্ন যখন উদ্যোক্তা হবার।
টপিক- নতুন দের জন্য একটি পরিপূর্ন গাইডলাইন-০৩

আমাদের গাইডলাইন পর্বে আমি প্রথম পোষ্ট করার পরে অনেকেই SEO নিয়ে জানতে চাওয়ায় আমি বাধ্য হয়ে আগে SEO নিয়ে বিস্তারিত লিখেছি।
আজকে আলোচনা করবো পেইজের খুঁটিনাটি বিষয় গুলি সাজানো নিয়ে।

চলুন জেনে নিই একটু একটু করে

URL Setup: পেজের নাম আর পেজ ইউ আর এল একই হতে হবে।সেইম না হলে পেজ সার্চ দিলে আসবে না আবার পেইজ মেনশন ও হবে না।
আর এটা থাকে বড় একটা নামে বা নাম্বার আকারে,এটা কে এডিট করে ছোট করতে হয় পেজের নামে।

Logo: এটা নিয়ে তো আমার অনেক গুলি পোষ্ট আছে। আপনার বিজনেসের মুল বেইজমেন্ট দুইটার একটা হলো লগো।
লগোর জন্য ই আপনার পেইজ কে চিনবে মানুষ।তাই একটা প্রোফেশনাল লগো থাকা বাধ্যতামুলক।
এটি আজীবন ব্যাবহার করবেন।

Banner: ফেসবুক পেজের ব্যানার আছে,যেটিকে আমরা ফেসবুক পেইজ কভার ইমেজ বা ব্যানার বলে থাকি।এটি এমন হওয়া উচিত যেন এই একটা ব্যানারে আপনার বিজনেসের সব কিছু পরিলক্ষিত হয়।
মানুষ একবার ব্যানারে চোখ রাখলেই যেন ব্যাবসা টা সম্পর্কে ধারনা পায়।

Shop Integration : আপনার ব্যাবসার নিয়ম কানুন সম্পর্কে জানাতে হয়।
মানে দোকানে যেমন রুলস থাকে ঠিক তেমন।

Service Integration : এটা হলো আপনি কি কি সার্ভিস দিবেন তার জন্য মূল্য তালিকা সহ দিতে হয়।যেন কেউ একবারেই আপনার সকল কাজ সম্পর্কে মূল্যমানের ধারনা পায়।বাট এটা সকল পেইজে আপনি দিয়ে পারবেন না।কেননা মূল্য তো প্রোডাক্ট বেইজে ওঠা নামা করে।

Pin Post : এই পোষ্ট টি আপনার পেইজের একেবারে প্রথমে থাকবে আজীবন আপনি না সরানো পর্যন্ত।এটিতে আপনার বিজনেস পলিসি, নিয়ম কানুন, ডেলিভারি চার্জ সব উল্লেখ করতে হয়।

Team Memeber: এটিতে আপনার পেজের এডমিন,এডিটর,এডভাইজার এগুলি থাকে।

About Section: এইখানে ২৫৫ শব্দের মধ্যে লিখতে হয় ব্যাবসা সম্পর্কে।

FAQ : এটার পূর্ন অর্থ হলো Frequently asked question.
আপনাকেই আপনার ক্রেতা দের চাহিদা অনুযায়ী প্রশ্ন সাজাতে হবে এবং উত্তর করে রাখতে হবে।
যেমন-

Order Policy
Delivary policy
Returen policy

etc.

পোষ্ট ভালো লাগলে কমেন্ট করবেন।
কারো উপকারে আসতে পারি মনে করলে অবশ্যই ম্যাসেজ করবেন।
ইনবক্স সকলের উপকারের জন্য উন্মুক্ত।

সৌভিক
ফাউন্ডার এন্ড সি ই ও – আই সি টি কেয়ার / ICT CARE

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *