স্পেশালিটি- এটা সকলের জন্য গুরুত্বপূর্ন।
Lipika Talukder
দিদি একখানা মাই ডে দিলেন তিনি নাকি আর আগের মত ছবি তুলে পোষ্ট করার টাইম পাচ্ছেন না।
ওনার এই পোষ্ট দেখে
Ankhi Dutta
দিদি বললেন কেন আর আগের মত কি সময় পাওয়া যাচ্ছে না?
Priyanka Basak
দিদির বক্তব্য হলো- আরে ঐ
Razib Ahmed
স্যার এর ফাঁদের সাথে এখন যুক্ত হয়েছে সৌভিক ভাই।
কি সব যে শুরু করেছে, সকাল বিকাল রাত শুধু পড়িয়েই শোনাচ্ছেন।
Rupa Sarkar
আপু জানালেন এমন পড়ালেখা যদি স্কুল কলেজ লাইফে করতাম তাইলে আর কি কইতাম।
কত্ত কি যে কইরা ফালাইতাম হেউডা মুই নিজেই জানি না।
ওনার কথা শুনেই অট্ট হাসির রোল পড়ে গেলো DSB পাড়ায়।
এমন সময় সেখানে
Sabrin Rahman
আপু এসে জানালো কি করেছে আমার ছোট ভাই বইলা ফালান সবাই।
হেইডারে আমি দেখতাছি।
Romana Rimu
আরে বইলেন না আপু ঐ বদ আমার ও পড়ার ডিস্টার্ব করার জন্য এই সকালে চইলে আইছে 4D এর খেল দেখাইতে।
Asif Abdullah কিরে দোস্ত এই 4D আবার কি?
সৌভিক- দোস্ত বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট নিয়ে লিখবো।
তো সেটার ব্যাখায় যাবার আগে আমাদের জানা লাগবে যেকোন কিছুর জন্য সর্বোচ্চ কার্যকারীতা পেতে গেলে এই চারটা D সম্পর্কে জানতে হবে।
রিমু- তাইলে খারাইয়া না থাইকা কইয়া ফালা।
সৌভিক-
D- Desire সর্ব প্রথম ডি হলো আকাঙ্ক্ষা
Farhana Afroz Tonni
– ভাই এইটা সবার আছে।
এতে নতুন করে জানার কিছু আছে কি?
সৌভিক- আছে আপু, যেমন ধরুন আপনি যদি মন থেকেই কোন কাজ কে সম্পন্ন করার চিন্তা করেন তবে সেটি যেন আপনার তীব্র বাসনা নিয়েই হয়।
দেখে করতে চাইলাম পরে ভূলে গেলাম এমন না হয়।
এজন্য যেকোন কাজ করার ইচ্ছা পোষন করার সাথে সাথে সময় বেঁধে দিন ঐ কাজের জন্য।
দেখবেন নিজের মাঝে একটা বড় তাড়না কাজ করবে।
Madhurjo Marshad
আপু- এরপরের D তে কি হবে?
সৌভিক- এইটা আপনার মত যারা আছেন তাদের জন্য ই।
মাধুর্য আপু- মানে?
সৌভিক- D তে ডিসাইসিভনেস মানে দ্রুত ও কার্যকারীভাবে, আমাদের মাঝে অনেকেই আছেন যারা সীধান্ত হীনতায় ভুগছেন যে আমার এটা করা যাবে তো?
আমি সফল হবো তো?
এটা ঠিক হবে তো?
Asma Hossain
আপু- আল্লাহ ভাইয়া তাহলে কি ভাববো না?
সৌভিক- ভাববেন, তবে সেটার কার্যকারীতা ও থাকতে হবে।
আপনি ভাবতে ভাবতে বেলা শেষ করে ফেললে তো হবে না।
মাথায় রাখতে হবে এটা অনলাইন মার্কেট প্লেস যেখানে প্রতিদিন একই প্লেসে অনেক মানুষ আসবে এবং আসছে, একদিন পেছালেন মানে অন্তত ১০০ জনের পিছনে যাচ্ছেন।
Liza Islam Bristy
আপু- তারপরে কি হবে?
সৌভিক- ডিটারমিনেশন বা “স্থির সংকল্প”
যে পর্যন্ত আপনাকে না আপনি একজন দক্ষ ব্যাবস্থাপক হয়ে যাচ্ছেন সে পর্যন্ত আপনাকে সব ধরনের প্রলোভনের বিপরীতে আপনার কাজে অবিরত লেগে থাকার প্রবল ইচ্ছা থাকতে হবে।
Tamhida Bintey Zaman
আপু- এইটা কেমন?
সৌভিক- দেখুন আমি আমার বর্তমানে যেভাবে আছি সেজন্য আলহামদুলিল্লাহ।
কিন্তু আমি এই জায়গায় একদিনে আসি নি।
নিজের ইচ্ছায় CSE তে পড়েছি বলে ল্যাপটপ বা ডেস্কটপ দেই নি আব্বু।
আমি রাত জেগে আমার রুমমেট দের রিপোর্ট, এসাইনমেন্ট সব করে দিতাম।
আর বিনিময়ে ওদের কম্পিউটার ব্যাবহার করতাম।
এখন আমি একটা কম্পিউটার শপের ই মালিক।
আলহামদুলিল্লাহ
Yemeni Ibnul
ভাই- এইডা কি আপনার পূর্ব প্ল্যানিং?
সৌভিক- ভাইজান আমি আমার ইচ্ছায় পড়েছি CSE তে পড়েছি, তাই আমার স্বপ্ন হলো আমি একটা কম্পিউটার জোন তৈরি করতে চাই যেখানে একজন Under SSC মানুষ ও সব সেবা পাবেন।
Daisy Nur
আপু- এইটার গল্প শুনে নিব একদিন এবার পরের ডি টা বলেন তো।
সৌভিক- D তে হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা।
এটা আমাদের জীবনের সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ন চাবিকাঠি।
Sunjida Hossain Lima
আপু- এই সময়ে এসে সবাই ডিসিপ্লিন রে ভাই।
সৌভিক- আপু এই ডিসিপ্লিন মানে এমন না যে রাফ এন্ড টাফ চলবো না শুধুই এইটুকু।
সৌভিক- এখানে ডিসিপ্লিন মানে হলো আপনি ঐ হচ্ছে হবে, আজ না হোক কাল এমন করা যাবে না।
আগেই যেহেতু প্রথম ডি তে ঠিক করেছেন কি করবেব?
আর কবে?
তাহলে সেই সময়ের মাঝেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করুন।
Kanta Bullet
আপু- আপনি তো আমাদের মাইরা ফালানোর ধান্দা নিছেন।
সৌভিক- হা হা হা, আমি তো কাউকেই করতে বলছি না এসব?
Taslima Alam
আপু- তাহলে কেন লিখছেন?
সৌভিক- সিম্পল আপু, যারা পড়বেন এবং মানবেন তারাই সাকসেস হবেন এটার গ্যারান্টি আছে।
আর যারা পড়বে না কিংবা না পড়ে গতানুগতিক কমেন্ট করবেন তারা ঐ লক্ষ লক্ষ উদ্যোক্তার মত শুধু নামেই থাকবেন।
Rumi Zaman
আপু- আপনি এভাবে কইলে হবে?
সৌভিক- দেখুন যত নতুন উদ্যোক্তা আছেন তাদের মাঝে
Jakia Tanni
আপু অনেক পরিশ্রম করছেন।
ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা দেখে চলা মানুষ ও এখন পছন্দের নাটক দেখা বাদ দিয়ে এখন ছুটে চলেছেন ২০ কি.মি. দুরের কুরিয়ার সার্ভিসের কাছে।
১০/১২ ঘন্টার ঘুম বাদ দিয়েছেন।
এজন্য ওনার সেল ও অনেকেই চেয়ে বেশি।
আর লেগে থাকলে সফলতা আসবেই।
শুভ কামনা সবার জন্য।
সৌভিক
কাজ করছি লগো, ডোমেইন-হোষ্টিং,পেইজ বুষ্টিং ও ফেসবুক পেইজ নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টি কেয়ার/ICT CARE