Rupa Sarkar
আপু- আচ্ছা সৌভিক ভাই আপনি আজকে এই জায়গায় যে এলেন আমাদের একটু বলেন না যে কীভাবে সাকসেস্ফুল হওয়া যায়?
সৌভিক- আপু আমি তো সাকসেস্ফুল নই তাই আমি নিজে বলি না।
মৌ মনি
আপু- কিন্তু আমরা ও একটু গাইড লাইন চাই।
সৌভিক- আমি সর্বোচ্চ আপনাদের জন্য এটা করতে পারি যে, পৃথিবীর যে সকল সফল উদ্যোক্তা আছেন ওনাদের কথা ও কাজের সংমিশ্রনে আমি যতুটুকু বুঝেছি সেটায় শেয়ার করতে পারি।
AB Siddique Chowdhury
ভাই- আপনি সেটাই একটু বলেন।
সৌভিক-
সবার আগে একটি সলিড ও পারফেক্ট বিজনেস প্ল্যান করতে হবে।
Madhurjo Marshad
আপু- সেটা তো করি ই সবাই প্রফিট চিন্তা করে।
সৌভিক-
শুধু প্রফিট ভাবলে লস আছে লাইফে
তাবাসসুম তাবু
– সেটা কেমন?
সৌভিক- ধরুন আপনি দেখলেন
Tajnahar Urmee
আপু একটা ফ্রীজ বেঁচে ৫০০০ টাকা লাভ করছে আর আপনি ও সেটাই করত্রে চাইলেন।
কিন্তু এটা ভাবলেন না ৩০০০০-৫০০০০ টাকা ইনভেষ্টে ৫০০০ টাকা লাভ আসে তাও সেটা প্রতিদিন সেল হবে না।
আবার কাষ্টমার ও সবাই হবে না।
তাই আগেই প্ল্যান করুন ভালো করে।
Afrin Priti
আপু- করলাম প্ল্যান এবার?
সৌভিক- ব্যাবসা করতে গেলে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা তৈরি করতে হবে।
সৌভিক- আমাদের উই গ্রুপের এক ভাই লিখেছিলেন উনি কাকড়া নিয়ে কাজ করেন ওনার সম্ভবত ১২/১৫ হাজার টাকার মালামাল নষ্ট হয়ে গেছে শুরুতেই।
এমন হলেই আমাকে দিয়ে আর হবে না ভেবে নিবেন না।
মনোবল রাখতে হবে।
Tamhida Bintey Zaman
আপু- তারপরে কি করবো?
সৌভিক- বেশি লাভ বা লোভ করা যাবে না, সর্বদা মাথায় রাখতে হবে আপনি একজন স্টার্ট আপ।
Nita Yeasmin
আপু- তাহলে লাভ করবো না?
সৌভিক- লাভ না করলে তো ব্যাবসা ই হবে না।কিন্তু ভাবুন আপনার কাছে দিনে ১০ জন কাষতমার এলো আপনি তাদের কাছ থেকে ২ জনের কাছে সেল করলেন এবং ৫০০ টাকা লাভ করলেন।
অন্যদিকে আমার কাছে ১০ জন এলো আমি ৪ জনের কাছে সেল করলাম এবং আমার ও লাভ এলো ৫০০ টাকা।
কে লাভবান?
Sabiha Binte Kalam
আপু- নিলা আপু লাভবান ।
সৌভিক- নাহ আপু আমি লাভবান। কারনা মার কাষ্টমার ৪ জন এবং তারা পরে জানলে আবার আসবে যে আমি একই পন্যে ভালো মানের সাথে লাভ কম রেখে বেশি কাষ্টমার পাচ্ছি।
পক্ষান্তরে ওনার কাষ্টমার সেইম প্রোডাক্টে দাম বেশি রাখার জন্য পরে আর আসবেন না।
আর আপনারা তো জানেন ই যে রিপিট কাষ্টমার বা রেফারেন্স কাষ্টমার কতটা কাজের।
Sunjida Hossain Lima
আপু- এবার কি করবো?
সৌভিক- সাহায্য চাইতে গেলে ভয় পেলে চলবে না।
Romana Rimu
আপু- আরে আমার তো কারো কাছে সাহায্য চাইতে গেলেই জড়তা আসে।
সৌভিক- আরে নাহ, ধরুন
Ratna Rani Dev
আপূ নারিকেল পাচ্ছেন না ভালো মানের নাড়ু বানানোর জন্য। এমন সময় যদি উনি
N Sayem
ভাই এর থেকে ভাল মানের নারিকেল নেন রেগুলার তাহলে দুই জনের ই ব্যাবসা হবে এবং বিশ্বাসের জায়গা ও তৈরি হবে।
আর কমিউনিটি তো হচ্ছেই।
সাইকা নূর
আপু- এর পরে কি করনীয়?
সৌভিক- নিজের ব্যাবসার মিশন ও ভিশন সেট করতে হবে।
Lipika Talukder
দিদি- সেটা কি?
সৌভিক- আপনার ব্যাবসার জন্য প্রথমেই একটি স্বপ্ন কে লালিত করে সেটাকে আপনার লক্ষ্য বানাতে হবে।
এবার সেটা কে ছোট ছোট অংশে ভাগ করে কাজে আগাতে হবে।
Marifa Mukta
– বন্ধু আমি ক্লিয়ার না।
সৌভিক- ধরে নে আমার আই সি টি কেয়ারের ২০২০ এর ডিসেম্বরের মধ্যে একটা লক্ষ্য অর্জনের তাগিদ বানাতে হবে।
এবার সেটা কে ১২ মাসের জন্য ১২ টা প্ল্যানিং করে নিতে হবে।
আবার প্রতিও মাসে ৪ টা সপ্তাহে ঐ টার্গেট কে ভাগ করে নিতে হবে।
এতে খুব সহজেই নিজের কোন সিকোয়েন্সে ভূল হচ্ছে সেটা খুঁজে পাওয়া যায়।
Yemeni Ibnul
ভাই- ভাই লাঞ্চ হয়েছে?
সৌভিক- না ভাই, আপনি বলেছেন যখন তখন এখন এখানেই শেষ করি।
চেষ্টা করবো আজ রাতে বাকী অংশ দেবার জন্য।
সকলের জন্য শুভ কামনা রইলো।
সৌভিক
কাজ করছি লগো, ফেসবুক পেইজ, ই-কমার্স ওয়েব সাইট ও ডোমেইন হোষ্টিং নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও- আই সি টে কেয়ার/ ICT CARE