Shamima Shammi
আপুর এর মনে প্রশ্ন জেগেছে লগোর সাইজ কিভাবে নির্ধারন করে দিব।
এদিকে
Nita Yeasmin
আপু ওনাকে সাজেষ্ট করেছেন সৌভিক ভাই এর লগো নিয়ে পোষ্ট পড়ে এগুলি নিয়ে জানা যাবে।
রাত ভর লেখা পড়া করে ভোর ৫ টায় তুবার ম্যাসেজ যে ভাইয়া আপনার সকল পোষ্ট পড়ে জানতে পেরেছি –
1. লগো কি?
2. লগো কত প্রকার কি কি?
3. কোথায় কোন লগো ব্যাবহার করতে হয়?
4. লগো কেন ব্যাবহার করবো?
কিন্তু আমার প্রশ্ন হলো লগো এর সঠিক মাপ কত?
সৌভিক- লগো আপনার কোম্পানির বেড়ে ওঠার পিছনে একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ক্যারি করে।
তাই লগো টাকে নিয়ে হেলা ফেলা নয়।
Lipika Talukder
দিদি- লগোর কি সঠিক মাপ আছে?
থাকলে সেটা কত?
সৌভিক- অবশ্যই মাপ আছে সঠিক। তবে সেটা ভ্যারি করে জায়গা ও ক্ষেত্র ভেদে।
Hasna Yeasmin Zumur
আপু- সে আবার কি কথা?
সৌভিক- হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনে কপি করে ডিজাইন তোলা যাবে একজনের পোষ্ট কপি করে নিজের বিজ্ঞাপন ও দিতে পারবেন, কিন্তু নিজের ক্রিয়েটিভিটি না থাকলে তো আর এই গুলি জানবে না।
Faysal Iqbal Tomon
– বন্ধু লগোর মাপ টা বলে দে।
সৌভিক- এটা ক্ষেত্র ভেদে।
ধর ইউটিউব প্রোফাইলে 800*800 px মাপ তাহলে ঐখানে লগো এর মাপ এইটা।
N Sayem
ভাই – ভাই তাহলে ইমেইল সিগনেচারে লগোর মাপ কত হবে?
সৌভিক- সেখানে সর্বোচ্চ 100*100 px
Ankhi Dutta
দিদি- আরে এক এক জায়গায় এক এক মাপ হলে আমাদের চলবে কিভাবে?
সৌভিক- যিনি প্রফেশনাল কাজ করেন উনি কাজ শেষে মেইন ফাইল আপনাকে দিয়ে দিবে।
এবং সেখানে মিনিমাম এই দুইটা ফাইল খুঁজে নিবেন – Ai ( Adobe illustrator/ main filel আর PNG ( অনেকেই transparent file বলে)
Sabrin Rahman
আপু- এই png নিয়ে লাভ কি রে?
সৌভিক- png ফরম্যাট কে তুমি ইচ্ছা মত সাইজ কমানো বাড়ানো করতে পারবে।
তাহলেই মিটে গেলো।
Shanaz Hassan
আপু- ওয়েব সাইটে কত সাইজ হবে?
এটা ওয়েব ডেভলপারের উপরে ডিপেন্ড করবে।
সৌভিক- ডেস্কটপ এর জন্য maximum 100px
কিন্তু নরমালি 20-30px এর মধ্যেই থাকে সব সাইটে।
Ummay Fatema Tuj Juhura
আপু- আমার যে সাইট বান্নাচ্ছেন সেটার সার্চ বারে লগো দেখতে চাইলে সাইজ কি হবে?
সৌভিক- ঐ টা Favicon বলে যার মাপ থাকে 16*16px
Yemeni Ibnul
ভাই- ভাই আমার ইনষ্টাগ্রামের মাপ টা বলেন তো।
সৌভিক- সোশ্যাল মিডিয়াতে আবার দুই রকম হয় কোথাও কোথাও ল্যাপটপ এর ডিস্পলে আর মোবাইলের ডিস্পলের মাপ আলাদা।
এছাড়া ভিজিবল ও ইন ভিজিবল অংশ আছে।
যেমন – Instagram Profile 110*110px
Madhurjo Marshad
আপু- ফেসবুক প্রোফাইলে?
সৌভিক- এখানেও সেইম ব্যাপার
মাপ নরমালি Facebook profile – 180*180 px
কিন্তু শো করবে বা ভিজিবল পার্ট হলো 160*160 px
আবার যদি লগো যে কভারে দিতে চান সে ক্ষেত্রে- 1640*624px
এদিকে বান্ধবী
Skshanzida Rahaman
YouTube এ মাপ কি হবে?
সৌভিক-
Profile photo (circular): 800 x 800px
Thumbnail photo: 1280 x 720px
Cover photo: 2560 x 1440px
Jubaer Noman
ভাই তাহলে Twitte এর মাপ কি হবে?
সৌভিক-
Profile photo (circular): 400 x 400px
Cover photo: 1500 х 1500px
Tanzin Tanjena
আপু তাহলে LinkedIn এ কত হবে?
সৌভিক-
Profile photo (circular): 400 х 400 px
Cover photo: 646 x 220px
Shila Chakraborty
দিদি Pinterest এরর মাপ কি হবে?
সৌভিক:
Profile photo (circular): 165 x 165px
এগুলি ই কিন্তু শুধু না।
এগুলি গেলো সোশ্যাল মিডিয়ার মাপ।
এছাড়া প্রিন্টিং এর মাপ ও আছে।
সেগুলি নিয়ে আলোচনা করবো কোন এক সময়।
সকলের কাছে এটা নিশ্চয় বোধগম্য হচ্ছে যে একটা লগো আপনার কোম্পানির জন্য কতটা গরুত্বপূর্ন?
ও হ্যাঁ
Marifa Mukta
দোস্ত, তুই আজ
Sunjida Hossain Lima
আপুর জন্য মিষ্টি নিয়ে যাস।
আজ আপুর জন্মদিন।
সৌভিক
কাজ করছি লগো ডিজাইন, ফেসবুক পেইজ, ওয়েব সাইট, ডোমেইন- হোষ্টিং নিয়ে।
ফাউন্ডার এন্ড সি ই ও – আই সি টি কেয়ার / ICT CARE