1.পেইজ প্রমোট কি? এবং এর উপকারিতা কি ?
উত্তরঃ
প্রমোট হচ্ছে ফেসবুককে পেমেন্ট করে পেজের লাইক বাড়ানোর একটি প্রক্রিয়া। “পেইজ প্রমোট” করলে আপনার পেইজে লাইক আসবে এবং ফলোয়ার বাড়বে এটা করে আপনার পেজটি আরো বেশি নির্ভরযোগ্য মনে হবে।
সোজা কথা যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট করবেন।
2. বুস্টিং কি ? এবং এর উপকারিতা কি ?
উত্তরঃ
বুস্টিং বলতে সাধারণত পোস্ট বুস্ট করা বুঝায় আর “পোস্ট বুস্ট” করলে আপনার পোস্ট এবং ছবি এনরিচ বাড়বে অর্থাৎ পেইজে নেই এমন মানুষও আপনার পোস্ট দেখতে পাবেন। প্রডাক্ট বেইজ কোন পোস্ট হলে তা বুস্ট করলে সেল অনেক গুন বৃদ্ধি পাবে।
3. প্রমোট আর বুষ্টের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ
প্রমোট করা হয় পেজের লাইক বাড়ানোর জন্য আর বুষ্ট করা হয় পেইজের নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়ানোর জন্য বা বিক্রি বৃদ্ধি করার জন্য।
এছাড়া আর তেমন কোন পার্থক্য নেই।
4. পেজের লাইক কিভাবে বাড়ায়?
উত্তরঃ
সাধারনত প্রমোট করেই পেজের লাইক বাড়ায়, তবে নিয়মিত ভালো কন্টেন্ট দিয়ে পেজের লাইক বাড়ানো যায় কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
কন্টেন্ট রাইটিং এর অনেক ব্যাপার আছে।
4. প্রমোট করে পেজে লাইক আনলে তা কি রিয়েল হয়?
উত্তরঃ
অবশ্যই রিয়েল হয় কারন এটা ফেসবুককে পেমেন্ট করে আনা হয়।
অনেকে এটাকে অটো লাইক মনে করেন। এটা সম্পূর্ন ভুল ধারনা। প্রমোট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা। প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং তারা এতে লাইক দেবে। ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়। পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।
তবে এক্ষেত্রে আপনার পেইজের কোয়ালিটি সবচেয়ে ভাইতাল
যদি পেইজের লগো, কভার ইমেজ ও প্রোফাইল ইমেজ আকর্ষনীয় হয় তাহলে দ্রুত রিচ করবে।
5. পোষ্ট বুষ্টিং কত টাকার করা যায়?
➽ বুস্টের ক্ষেত্রে আপনি চাইলে সর্বনিন্ম ৫ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ আপনার ইচ্ছেমতো ডলার বুস্ট করাতে পারবেন।
!!. গ্রুপে বুষ্টিং নিয়ে করা ২য় পোষ্টের লিংক-
শুভ কামনা সবার জন্য
আমার কাজ ?
লগো, ফেসবুক পেইজ, ডোমেইন-হোষ্টিং ও বূষ্টিং নিয়ে।