ফেসবুকে বিজনেস গ্রুপকে পাবলিক না প্রাইভেট রাখা উচিত?

ফেসবুকে ইদানিং গ্রুপ খোলার হিড়িক পরে গেছে যখন ই ফেসবুক কর্তৃপক্ষ ঘোষনা দিয়েছে যে গ্রুপের পোষ্ট গুলি বেশি রিচ হবে তখন থেকেই।
আর ইনবক্স এ প্রশ্ন ও করেছেন অনেকেই এজন্য আজকের লেখা টা আপনাদের জন্য।
প্রশ্ন-১ঃ গ্রুপ পাবলিক নাকি প্রাইভেট রাখবো?
উত্তরঃ
সেটা আপনার বিজনেসের উপর নির্ভর করে। যদি আপনি কোন গোপনীয় বিজনেস করেন যেটা ২-৪ জন সদস্য ছাড়া কেউ জানতে পারবে না তাহলে visible hide করে রাখুন তাহলে শুধু গুরুপ মেম্বাররা গুরুপের পোস্ট আর গুরুপ দেখতে পাবে কিন্তু সার্চে গুরুপ পাওয়া যাবে না ।
প্রশ্ন-২ঃ গ্রুপ Private করলে কি হয়?
Private group শুধু গুরুপের মেম্বাররা গুরুপের পোস্ট দেখতে পাবে আর সার্চে গুরুপ পাওয়া যাবে।
প্রশ্ন-৩ঃ গ্রুপ পাবলিক করলে কি হয়?
public group সার্চে পাওয়া যাবে। গুরুপ মেম্বার না হলেও যেকোন পোস্ট যেকেউ দেখতে পাবে। যেকোন পোস্ট যেকেউ শেয়ার করতে পারবে। শুধু কমেন্ট করতে পারবে না।
তাহলে আমি কি করবো?
আপনি যদি চান আপনার গুরুপে বেশি বেশি মেম্বার যোগদান করুক তবে গুরুপ পাবলিক রাখুন।
ফেসবুক গুরুপ সম্পর্কে একটু জেনে নিই-
1. ফেসবুক Group owner সব কিছু করতে পারবে।
2. ফেসবুক Group এডমিনও সব কিছু করতে পারবে শুধু Group Creator মানে যিনি গুরুপ তৈরি করেছেন তাকে রিমুভ করতে পারবে না।
3. ফেসবুক Group মডারেটর যেকোনো পোস্ট, কমেন্ট ডিলেট করতে পারবে কিন্তু কোন এডমিন কে রিমুভ করতে পারবে না।
4. অচেনা কাউকে Group এডমিন করা ঠিক না তাহলে গুরুপ হ্যাক হওয়ার ভয় আছে।
5. ফেসবুক Group owner যদি কোন সময় গুরুপ থেকে Leave নেই বা তার আইডি Deactivated করে তবে Group থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ( সেক্ষেত্রে কিছু সোটিং আছে যদি না জানা থাকে।
নোট – আপনার গ্রুপের মেম্বার ৫ হাজারের বেশি হয়ে গেলে আপনি গ্রুপ টাইপ পরিবর্তন করতে পারবেন না। মানে পাবলিক গ্রুপ হলে প্রাইভেট করতে পারবেন কিন্তু প্রাইভেট হলে পাবলিক করতে পারবেন না। আর পাবলিক গ্রুপ প্রাইভেট করার ২৪ ঘন্টার মধ্যে যদি আবার পাবলিক না করেন তাহলে কোন দিন সেই গ্রুপ পাবলিক করা যাবে না।

কাজ করছি লগো, ফেসবুক পেজ, ই-কমার্স সাইট নিয়ে

https://www.facebook.com/ICTCARE2015

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *