একদম সহজ করে বললে প্রোডাক্টিভিটি বলতে বোঝায় কোনো কাজের পেছনে আপনার পরিশ্রমের বদৌলতে আপনি ঠিক কতটুকু ফলাফল পাচ্ছেন। মানে আপনার পরিশ্রম আর পরিশ্রমের ফলাফলের অনুপাতকেই বলছি প্রোডাক্টিভিটি।
এই প্রোডাক্টিভিটি আমাদের অনেকেরই উৎসাহ কিংবা হতাশার কারণ। কেননা অনেকেই পরিশ্রম অনুযায়ী অসাধারণ সব সাফল্যের মুখ দেখছেন,মানে প্রোডাক্টিভিটি ঠিকঠাক মতোই কাজ করছেন। আবার অনেকেই আছেন, যারা শ্রম দিয়েও আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছেন না, দিনদিন হতাশ হয়ে পড়ছে।
সব হতাশা থেকেই পরিত্রাণের উপায় আছে। আপনার যদি মনে হয় প্রোডাক্টিভিটির ব্যাপারটি আপনার সাথে ঠিকঠাক মতোই এগুচ্ছে, তাহলে আপনাকে অভিননন্দন জানাচ্ছি।
কিন্তু যারা পরিশ্রম করেও নিজের মধ্যে যদি প্রোডাক্টিভিটির দেখা পাচ্ছেন না, তাদের জন্য আমার মনে হয় প্রোডাক্টিভিটি বাড়ানোর কিছু মৌলিক ধারণায় ঘাটতি আছে।
চলুন দেখে আসি সেই মৌলিক ধারনা গুলি-
বেছে নিন আপনার কাজের জন্য সঠিক সময় কোন টি।
৮০/২০ রুলস মেনে চলতে হবে।
ঘুম থেকে উঠেই নিজের দিকে ফোকাস করা শিখতে হবে।
কাজের সময় সোশ্যাল মিডিয়ার অন্য নোটিফিকেশন চেক করা বন্ধ করতে হবে।
অযথা Multi tasking কে না বলতে হবে।
বড় লক্ষ্য কে ছোট ছোট ভাগে ভাগ করে নিন
এবার নিজেকে ট্রিট দিতে হবে।নিজের কাজের মূল্যায়ন করেই ট্রিট দিতে হবে।
এখন এই পর্যন্ত, বিস্তারিত আপনাদের ডিমান্ড হলেই লিখবো।
কমেন্ট করুন কারা কারা এই নিয়ম মেনে কাজ করছেন
কাজ করছি লগো,ফেসবুক পেজ ও ই-কমার্স সাইট নিয়ে।