কোন কোন পদ্ধতিতে ডিজিটাল মার্কেটিং করবেন?

Madhurjo Marshad

ম্যাডামের মন ভালো নেই এটা বুঝতে পেরেছেন

Abida Khan Shompa

ম্যাডাম।

কারন কি?
এটা আবার জিজ্ঞাস করলো

Ratna Rani Dev

দিদি।

সবার একটাই কথা আর সেটা হলো- ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এত কিছু শুনলাম কিন্তু কেউ বললো না এটা করবো কিভাবে?
Nadira Rahman Dipu

আপু বললো আরে সৌভিক ভাই না গতকাল ই কত কিছু জানালো।

Shanaz Hassan

আপুর বক্তব্য কিরে কি জানালো?

আমি তো বাড়ি ব্যাস্ত ছিলাম।
Khusbo Tabassum

আপু জানালেন যে সৌভিক ভাই কে একবার ডেকে আনলেই হয়।

Yemeni Ibnul

ভাই ডাকলো সৌভিক কে।

সৌভিক-
 ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো প্লাটফর্ম রয়েছে। আপনার কোম্পানির ধরণ, কোম্পানির প্রোডাক্ট ও ব্যবসার পরিধি এর বিষয়টি বিবেচনা করে আপনাকে সঠিক প্লাটফর্মটি বেছে নিতে হবে।
 আজকের পোস্টে বর্তমান সময়ের আটটি জনপ্রিয় ডিজিটাল মার্কেটিং এর জায়গা সর্ম্পকে বলবো। আপনি এখানে।
Kanta Bullet

আপু- এত কিছু পড়ে বা করে লাভ কি?

সৌভিক- গতকালের পোষ্টে আছে যে সুবিধা গুলি কি কি।
Sabrin Rahman

আপু- আমার মনে হয় মার্কেটিং করে খুব সহজে ভালো একটি জায়গায় যেতে পারবেন।

সৌভিক তা ঠিক
 সোশ্যাল মিডিয়া মার্কেটিং:
আপনি ডিজিটাল মার্কেটিং করে আয় করতে পারেন।ডিজিটাল মার্কেটিং এর সবচাইতে বড় মার্কেটপ্লেস, হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আবার অনেকগুলো প্লাটফর্ম রয়েছে।
যেমন-
  •  ফেসবুক মার্কেটিং
  •  টুইটার মার্কেটিং
  •  ইনস্ট্রাগ্রাম মার্কেটিং
  •  লিংকডিএন মার্কেটিং
  •  পিনটারেস্ট মার্কেটিং
  •  স্নাপচ্যাট মার্কেটিং
ইত্যাদি সহ আরো কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং রয়েছে।
মূলত এই সবগুলো প্লাটফর্ম সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে মানুষ ব্যবহার করে বিধায় মার্কেটিং
ক্ষেত্রে এগুলোকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়।
Jakia Tanni

আপু এই এত গুলা শিখতে হবে?

সৌভিক- নাহ, মোটেও না, তবে আপনি তো কোম্পানির বস হবেন তাই জানতে হবে।
Taslima Alam

আপু- ভাই পরের ধাপ কি?

সৌভিক-
 গুগল এডওয়ার্ডস-
গুগল এডওয়ার্ডস হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল মার্কেটিং প্লাটফর্ম। আপনি বিভিন্ন ব্লগে এবং ওয়েবসাইটে যে সমস্ত বিজ্ঞাপন দেখতে পান সেগুলোর অধিকাংশ হচ্ছে গুগল এডওয়ার্ডস এর
বিজ্ঞাপন।
এ ধরনের মার্কেটিং এর ক্ষেত্রে বিজ্ঞাপন এর ভিউ ও ক্লিক হিসেব করে গুগলকে টাকা পরিশোধ করতে হয়।
Shormy Mala

আপু- আচ্ছা এত কিছু জানলে ব্যাবসা ই করতাম না।

সৌভিক- এটা নিয়ে কিছু বলবো?
Nowrin Nahar Nijum

আপু- ভাইয়া আগে সব বলে নেন আমার কিন্তু ভালোই লাগছে।

সৌভিক-
 ইউটিউব মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে ইউটিউব এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ বিনোদনের জন্য মানুষ এখন টেলিভিশন এর চাইতে ইউটিউবে বেশি ভিডিও দেখে থাকে।
বিশ্বাস না হলে ভাবুন আমাকে আগে কোথায় দেখেছেন?
Bornaly Bonni

আপু – ICT CARE এর ইউটিউব চ্যানেলে।

সৌভিক-
 ইউটিউব মার্কেটিয়ে আবার দুই ধরনের প্রসেস রয়েছে। একটি হচ্ছে বিভিন্ন জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সাথে কন্টাকের মাধ্যমে পন্যের রিভিউ ও স্পনসরড ভিডিও তৈরি করা।
 অন্যটি হচ্ছে গুগল এডওয়ার্ডস এর মাধ্যমে সরাসরি ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া।
সাধারণত ভিডিও টাইপের বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে ইউটিউব মার্কেটিং বেশি করা হয়।
Sheema Akter

আপু – ভাইয়া আর কত লিখবেন? এত এনার্জী কোথায় পান?

সৌভিক- এবারের টপিক টা পড়েন বুঝবেন।
Sabina Binte Yasin

আপু- কি সেই টপিক?

সৌভিক-
 কনটেন্ট রাইটিং
প্রত্যেকটি কোম্পানি এখন তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে পছন্দ করে।
কারণ কোম্পানির নামে একটি ব্লগ তৈরি করে সেটিকে জনপ্রিয় করে তোলা গেলে ব্লগে কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট এর রিভিউ লিখে ইন্টারনেটের মাধ্যমে সহজে প্রোডাক্ট কাস্টোমারদের কাছে পৌছানো যায়।
Shila Chakraborty

দি- এই ব্যাপার?

এইভাবে হয় টা কি?
Dristy Kaji

আপু- আরে ঐ যে প্লে ষ্টোর থেকে এপস নামাতে গেলে রেটিং রিভিউ দেখা যায় এমন ই তো?

সৌভিক- তা ঠিক ই ধরেছেন অনেকটা।
Rupa Dorothy

দিদি- আমার নাম না আসলে আমি পড়ি না কিন্তু।

সৌভিক- নাম আনার জন্য ব্রেনের কি ওয়ার্ড হতে হবে আর জানতে হবে
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
একটি ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর বৃদ্ধি করে নেওয়ার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও)
করতে হয়।
ডিজিটাল মার্কেটে এসইও এক্সপার্টদের বেশ ডিমান্ড রয়েছে।
কারণ কেবলমাত্র একজন এসইও এক্সপার্ট আপনার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে মানুষের কাছে পৌছে দিতে পারবে।
ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর অনেক গুরুত্ব রয়েছে।
Ema Nawaz

আপু- আরে ভাইয়া এটা নিয়ে তো আপনার ২ টা পোষ্ট আছে দেখেছি।

সৌভিক- হ্যাঁ আপু লিখেছিলাম।
Ummay Fatema Tuj Juhura

আপু- আর কি পড়াবেন বলেন, দুপুরের খাবার হজম করিয়ে দিলেন।

সৌভিক- 😊
 ইমেইল মার্কেটিং-
ইমেইল মার্কেটিং হচ্ছে একটি অনলাইন মার্কেটিং পদ্ধতি যার মাধ্যমে আপনার পন্যের এবং সেবার প্রচার
করতে পারবেন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান এই পদ্ধতির মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করছে। ইমেইল মার্কেটিং হল আপনার ক্রেতাদের কাছে আপনার পণ্যের তথ্য পৌছানোর সবচাইতে কার্যকরী পদ্ধতি।
Atri Goswami

দিদি- দা ভাই পড়তেই আছি শেষ হয় না তো।

সৌভিক- বহুত কুছ বাকি হ্যায়।
Juthy Nargis

আপু- বাতাইয়ে না জি।

সৌভিক-
 এফিলিয়েট মার্কেটিং-
কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে কমিশন নেওয়াকে আমরা সাধারণত এফিলিয়েট মার্কেটিং বলে
থাকি।
এফিলিয়েট মার্কেটিং করে আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট অনলাইনে বিভিন্ন ব্যক্তির দ্বারা
বিক্রি করে নিতে পারেন।
এখানে আপনি এফিলিয়েট কমিশন ভোগি হবেন না, আপনি এফিলিয়েট প্রোগ্রাম চালু করে অন্যকে কমিশন দেবেন।
বর্তমানে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ডিজিটাল মার্কেটে প্রচুর পন্য ক্রয় বিক্রয় হচ্ছে।
Sharmina Mazumder

এইটা আমরা জানি ভাইয়া, আপনার বিস্তারিত পোষ্ট ছিলো।

সৌভিক – আরে বাহ! দারুন মেমরী তো।
Priyanka Basak

দিদি- এবার তো শেষ হচ্ছে তাই না?

Joyti Afrin

আপু- আরে দি আমার তো ভালোই লাগছিলো।

সৌভিক-
মোবাইল এপস মার্কেটিং-
বর্তমান সময় টেকনোলজির যুগ হওয়ার কারনে প্রায় সবার হাতে হাতে স্মার্টফোন রয়েছে। আর প্রত্যেকটি স্মার্টফোনে মানুষ বিভিন্ন ধরনের মোবাইল এপস ব্যবহার করছে।
বিশেষকরে গুগল প্লে-স্টোর ও এ্যাপল এপস স্টোরে সহজে বিভিন্ন এপস পাওয়া যায় বিধায় সবাই এখন মোবাইলে তাদের পছন্দের এপস ব্যবহার করতে স্বাচ্ছন্দবোধ করে।
আর ডিজিটাল মার্কেটাররা সেই সুযোগকে ব্যবসার কাজে ব্যবহার করে তাদের পন্য প্রমোট করে নিচ্ছে।
বিভিন্ন ধরনের এপস তৈরি করে সেগুলোতে প্রোডাক্ট এর বিজ্ঞাপন দিয়ে সহজে পন্যের প্রচার ঘটানো
যায়।
তাছাড়া গুগল এডমুব এর মাধ্যমে টাকা পরিশোধ করে সব ধরনের মোবাইলের এপস এর ভীতরে বিজ্ঞাপন দেওয়া যায়।
Shamima Sultana

ম্যাডাম- আচ্ছা আপনি কি আমাদের মেরে ফেলবেন?

এত পড়া যায়?
সৌভিক- একটা কোম্পানিতে চাকুরী করার জন্য যদি ১৫-২০ বছর পড়তে পারেন।
তবে একটা প্রতিষ্ঠানের মালিক হবার জন্য এটুকু পড়ার ধৈর্য না থাকলে আর কিভাবে হবে?
পরিচয় তো জানেন, নাকি?
কাজ করছি – লগো,ফেসবুক পেজ ও ই-কমার্স সাইট নিয়ে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *