সফলতার জন্য অন্য কারো সাহায্য প্রয়োজন নেই আপনার, বরং আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট।
নিজের পরিচালিত ব্যবসা নিয়ে আপনি বেশি সন্তুষ্ট হতে পারছেন না।
প্রশ্ন তৈরি করেছেন তো?
প্রথমেই নিজেকে জিজ্ঞাস করুন-
আমি কি সঠিক সময়ে সব কাজ করি?
যেকোনো কাজের জন্যই আপনাকে উদ্যোগ নিতে হবে। ভুলে যাবেন না কোনো কাজ শুরু না করলে তা সফলভাবে
শেষ হবে না। সবসময় নিজেকে এই প্রশ্নটি করুন যে, আপনি সময়ের কাজ সময়ে করছেন কিনা।
কারণ সঠিক সময়ে সঠিক কাজই হতে পারে আপনার চূড়ান্ত সফলতার মাধ্যম।
আর তাই এই প্রশ্নের উত্তরে নিজেই ভাবুন নিজেকে কী উত্তর আপনি দিতে চান।
উত্তর যদি হয় হ্যাঁ তার মানে নিঃসন্দেহে আপনি সঠিক দিকে এগোচ্ছেন এমনকি সঠিক গতিতে এগোচ্ছেন।
আর যদি উত্তরটি হয় না তাহলে হতাশ হয়ে যাবার কিছু নেই।
বরং আপনি এই মুহূর্তে একটি সুযোগ পেয়েছেন সেখান থেকে নতুন করে সঠিক সময়ে সব কাজ শুরু করতে পারবেন। আর তাই এখনই ভেবে ফেলুন কোন কাজগুলো কোন সময়ে করা প্রয়োজন।
আমি কি যথেষ্ট আত্মবিশ্বাসী?
আত্মবিশ্বাস আসে ভালোবাসা থেকে। নিজেকে কি এতটুকু ভালোবাসতে পেরেছেন যাতে আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী হতে পারবেন। প্রশ্ন থেকে সঠিক উত্তর পেতে হলে নিজেকে অবশ্যই ভালবাসতে হবে।
আপনি যখন নিজেকে ভালোবাসবেন তখন যেকোনো কাজে আত্মবিশ্বাস আপনা আপনি চলে আসবে।
যখন কোনো সমস্যায় পড়বেন তখন আশেপাশের মানুষ খুব বেশি আগ্রহ নিয়ে জানতে চাইবে আপনি
সেই সমস্যাটি থেকে বের হতে পেরেছেন কিনা।
মাথায় রাখবেন, অপরকে জানানোর জন্য নয় অথবা অন্যের সন্তুষ্টির জন্য নয়,
যা কাজ করবেন তা যেন নিজের মনের সন্তুষ্টির জন্য হয়।যখন আপনি আত্মতৃপ্তি নিয়ে কোনো
কাজ করবেন সেই কাজে আত্মবিশ্বাস থাকবে। আর তাই আত্মবিশ্বাসের জন্য নিজেকে
ভালোবাসতে হবে একইসাথে আত্মতৃপ্তি নিয়ে সকল কাজ করতে হবে।
আমি কি একজন নীরহংকার মানুষ হতে পেরেছি?
এই প্রশ্নের উত্তরের জন্য নিজের কাছে হতে হবে সৎ। অধিকাংশ ক্ষেত্রে উত্তরটি হ্যাঁ হতে পারে। ভাবতেই পারেন, অহংকার আপনাকে গ্রাস করে না কিন্তু আসলেই ভেবে দেখতে হবে ছোটখাটো কোনো ব্যাপারে নিজের অজান্তেই কি আপনি অহংকারী হয়ে ওঠেন কিনা।
আর তাই নিরহংকার মনোভাব নিজের মধ্যে রাখতে হবে যাতে করে আপনি যথেষ্ট পরিশ্রমী একজন মানুষ হতে পারেন।
নিজের ঢোল নিজে পেটাতে পারেন তো?
অনেকেই বলবে নিজের গুন নিজে কেন গাইছে?
কিন্তু একটা নির্মম সত্য হলো আপনার ঢোল আপনাকে বাজাতে হবে, বাজানো উচিত তবে সেটা যেন অহংকারের মধ্যে না আসে।
ঢোল কেন পেটাবেন?
কারন হলো আপনার ঢোল কেমন সেটা তো আপনি ই ভালো জানেন।
এবং এটা বাজানোর সময় কনফিডেন্সের সাথে বাজাবেন।