আপনার পেজের মাল্টিপল কন্ট্রোল জেনে নিন

ফেসবুক পেজ আপনি চাইলে আপনি নিজে এবং আপনার কয়েকজন বন্ধু বান্ধব বা আপনার আত্নীয় স্বজন একত্রে মিলে কন্ট্রোল করতে পারেন।
এক্ষেত্রে আপনি চাইলে ফেসবুক পেইজের কন্ট্রোল সেন্টারে বিভিন্ন রকমের
যে ফিচারস রয়েছে সেগুলো সহযোগিতায় আপনার বন্ধু-বান্ধবদেরকে পেইজে কাজে নিয়োজিত করতে পারেন।
এক্ষেত্রে যদি মাল্টিপল বন্ধুবান্ধবকে আপনার ফেসবুক পেইজের ওনারর্শিপ নিয়োগ দেয়ার কথা ভাবেন; তাহলে আপনাকে প্রথমে ফেসবুক পেজ সেটিং অপশনে যেতে হবে।
যখন আপনি ফেসবুক পেজ সেটিং অপশনে যাবেন তখন আপনাকে এখান থেকে Page Roles নামের অপশন রয়েছে সেটি সিলেক্ট করে নিতে হবে;
এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে সেটি দিবেন নির্দ্বিধায় এবং তারপরে আপনার যে বন্ধুকে এখানে যুক্ত করতে চান তার আইডির নাম লিখে সার্চ করতে হবে।
আইডি পেয়ে গেলে আপনি ঐ ফেসবুক ফ্রেন্ড কে যে পদে দিতে চান সেই পদে এড করে দিবেন
যেমন- মডারেটর, এডিটর,এডমিন এনালিষ্ট ইত্যাদি।
ব্যাস হয়ে গেলো ইনভাইট পাঠানো, এর পরে আপনার ঐ বন্ধুটি একসেপ্ট করলেই পেয়ে যাবেন আপনার কাজের একজন পার্টনার।
তখন দুইজন মিলেই পারবেন কন্ট্রোল করতে

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *