Span

ছবি এডিট করার এপস (পর্ব-০২)

এক সময় মোবাইল ফোন শুধু যোগাযোগের কাজেই ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে এটি দিয়ে খুব সহজেই অনেক কাজই সেরে নেয়া যায়।

যেমন ধরুন আগে ফটো এডিটিং এর মতো কাজগুলো করার জন্য অবশ্যই কম্পিউটারের প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে এই কাজটি

হাতের কাছে থাকা স্মার্টফোন ব্যবহার করেই করা সম্ভব।

তো স্মার্টফোনে ফটো এডিটিং এর জন্য প্রয়োজন একটি ভালো ফিচার সম্বলিত ফটো এডিটিং অ্যাপ। বর্তমানে গুগল প্লে স্টোরে নানান ধরনের ফিচার সম্বলিত ফটো এডিটর রয়েছে।

ডি পি বি গ্রুপের সবার জন্য ২০২০ সালের সেরা ১০ টি আপস নিয়ে আমি আলোচনা করব ধারাবাহিক ভাবে।

আজকের টপিক- Snapseed 

Span
আজকের লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে  Snapseed।  এটি গুগলের তৈরি একটি অসাধারণ ফটো এডিটর অ্যাপ।

এই অ্যাপটি সবচেয়ে বেশি জনপ্রিয় এর দারুন সব ফটো ফিল্টারসের জন্য। প্লে স্টোরে অ্যাপটির ১০০ মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে।

স্ন্যাপসিডে রয়েছে ২৯টির মতো শক্তিশালী টুলস, যেগুলোর সাহায্যে আপনি আপনার ছবিকে আরো প্রাণবন্ত এবং আকর্ষণীয় করতে পারবেন মুহূর্তের মধ্যে।

এই অ্যাপটির খুবই সুন্দর একটি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে, যা নিশ্চয়ই আপনার কাজকে আরো সহজ করে দিবে।

স্ন্যাপসিডে ফটো ক্রপিং, ফ্লিপং, হিলিং ব্রাশ, ভিগনিটি, গ্ল্যামার গ্লো, ফটো রোটেটিং, পোর্টরেটের মতো সকল প্রয়োজনীয় ফিচারসই রয়েছে।

অ্যাপটির সাহায্যে আপনি অত্যন্ত নিখুঁতভাবে আপনার ফটোগুলোকে এডিট করতে পারবেন। গুগল প্লে স্টোর হতে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

ফটোশপ এক্সপ্রেসের মতো এই অ্যাপটির অ্যাড ফ্রী ইউজার ইন্টারফেস থাকায় আপনাকে বিরক্তিকর অ্যাডের সম্মুখীন হতে হবে না।

স্পেশাল ফিচারঃ-

  • ছবির বিশেষ অংশে ইফেক্ট প্রয়োগ করার জন্য রয়েছে ব্রাশ মোড
  • নেটিভ ডার্ক থিম মোড সমর্থিত
  • RAW ফর্মেট সমর্থিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *