Samsung Galaxy S20 Ultra

ক্যামেরার দিক থেকে সেরা কিছু স্মার্টফোন পর্ব-০১

একসময় মোবাইল ফোন শুধু যোগাযোগের কাজেই ব্যবহার করা হলেও সময়ের বিবর্তনে
মোবাইল ফোনের কাজের পরিধি এখন অনেক বেড়েছে।
মোবাইল কিন্তু এখন আর শুধু কথা বলার মাধ্যম নেই, এখন একটা এন্ড্রয়েড মোবাইল
মানেই পুরো বিশ্বের সব কিছুকে জানার সুযোগ।
এখন হাতের কাছে থাকা স্মার্টফোন দিয়েই অনেক প্রয়োজনীয় কাজই সেরে নেয়া যায়।
যেমনঃ স্মার্টফোন ব্যবহার করে ছবি তোলা।
এবারের পর্বে আমি আপনাদের সাথে বেশ কিছু ভালো ক্যামেরা ওয়ালা মোবাইল ফোনের
পরিচয় করিয়ে দিব
আজকের আলোচায় থাকছে- Samsung Galaxy S20 Ultra
Samsung তাদের এস-সিরিজের স্মার্টফোনগুলো সবসময়ই চমক দেখিয়ে থাকে।
এবারেও এস-সিরিজের স্মার্টফোন Samsung Galaxy S20 Ultra চমক দেখিয়েছে হাই
স্পেকের সাথে উন্নত ক্যামেরার মাধ্যমে।

নিসন্দেহে এর ক্যামেরা যেকোনো ভালো মানের ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে।

স্যামসাং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ফোনে রয়েছে কোয়াড ক্যামেরার এক দূরদান্ত সেটআপ।

এতে থাকছে এফ/১.৮ অ্যাপারচারের একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, এফ/৩.৫

অ্যাপারচারের একটি ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, এফ/২.২ অ্যাপারচারের একটি ১২
মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং এফ/১ অ্যাপারচারের একটি ০.৩ মেগাপিক্সেল ToF 3D ডেপ্ত-সেন্সিং লেন্স।

ফোনটির ক্যামেরার একটি অসাধারণ ফিচার হলো এর টেলিফটো লেন্সের ব্যবহার।

টেলিফটো লেন্সের মাধ্যমে ৫x অপটিক্যাল জুমের পাশাপাশি ১০০x জুমে ছবি তোলা সম্ভব।
গ্যালাক্সি এস১০ স্মার্টফোনের মতো এতেও প্রাইমারি এবং টেলিফটো সেন্সর দুটিতে
সুপার-ফাস্ট অটোফোকাস এবং ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ফিচার রয়েছে।

ফোনটিতে থাকা ক্যামেরাগুলোর মাধ্যমে ট্রু-ডেপ্ত ছবি তোলা যাবে। এর ক্যামেরা অ্যাপের

মাধ্যমে অনায়াসে লেন্সগুলোর মধ্যে স্যুইচ করা যাবে।

ফোনটিতে থাকা ক্যামেরাগুলোর মাধ্যমে ২৪ ফ্রেম রেটে ৮কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ

করা যাবে, যা স্মার্টফোন বাজারে প্রথম।

এছাড়াও এর সাহায্যে ৬০ ফ্রেম রেটে ৪কে ভিডিও ক্যাপচার করা যাবে। আর ৯৬০ ফ্রেম

রেটে ৭২০পি রেজ্যুলেশনে সুপার স্লো-মোশন ভিডিও ক্যাপচার করা যাবে।

স্যামসাং এর এই ফোনটির সামনে রয়েছে এফ/২.২ অ্যাপারচারের একটি ৪০ মেগাপিক্সেল

সেলফি ক্যামেরা। এর সামনের ক্যামেরা দিয়েও ৪কে রেজ্যুলেশনে ভিডিও ক্যাপচার করা যাবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *