আমি যখন প্রথম ডি এস বি তে লেখা শুরু করি তখন আগ্রহ জন্মেছিলো কিছু মিশ্র কারনে,
যেমন ইশ এই কন্টেন্ট এর চেয়ে আমি বোধহয় বেটার লিখতে পারতাম কিন্তু এই লেখা এত মানুষ পড়ে?
এই আগ্রহ নিয়ে শুরু করেছিলাম।
প্রথম পোষ্ট করার পরে বুঝলাম আমার চিন্তা আর বাস্তব এক নয়।
কারন আমার আগ্রহের বশে লেখা কিন্তু পরিচিতি নাই।
তাই নিয়মিত লেখা শুরু করলাম আর চিন্তা করলাম কন্টেন্ট যেন বেটার হয় নিজেকে নিজেই মার্কিং করতে শুরু করলাম।
এই যে আগ্রহ টা তৈরি হলো আর সেটাই আমায় অনুপ্রেরণা দিয়েছে যার ফলে এখন আমার লেখার পাঠক সংখ্যা ৫০০০ এর কম নয়।
আজ যখন ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট লেখা শুরু করেছিলাম ভেবেছি কেউ কমেন্ট করবে না।
কিন্তু না সেটাও আসছে।
আলহামদুলিল্লাহ আগ্রহ বাড়ছে।
উই তে পোষ্ট পেন্ডিং এত সময় ধরে থাকে যে আনি আগ্রহ হারিয়ে অনিয়মিত হয়ে গেলাম।
খারাপ লাগে কিন্তু হাল ছাড়ি নি।