এর সাথে আমি অতপ্রোত ভাবে জড়িয়ে আছি।
প্রতি দিন ই বলা যায় এমন অনেক কিছুই চোখেত সামনে ভেসে ওঠে যা এই বাক্যের সাথে হুবহু মিলে যায়।
একটা ছাত্রের মাঝে অপার সম্ভাবনা দেখেছিলাম যে সেই ছেলেটা একদিন এই দেশ কে লিড করবে ডিজাইনে কিন্তু আজ সে পথহারা পথিক
কারন?
ঐ যে অধ্যাবসায় এর অভাব আর অবহেলা।
খুব দ্রুত ই নাম কামাচ্ছিলো আর এই সময়ে বিপরীত জেন্ডারের থেকে অনেক প্রস্তাব পেয়ে ছেলেটা হঠাত ই অনিয়ম শুরু করে এবং আমায় অমান্য করা শুরু করে।
ফল আমি সরিয়ে দিই আমার ছায়াতল থেকে আর সে এখন পুরোই ধংস্বের পথে।
এখন তার কাছে লাইফ মানে একজন কে তোষামোদ করে পায়ে পড়ে চলা আর তার চেয়ে পিছনে থাকা ছেলেটা এই মাসেই বাড়ি করেছে।
তাহলে কি বুঝলেন?
কর্ম আমার যেমন হবে ফল তো তেমন ই হবে।
আমি এটা মনে প্রানে মানি বলেই আমি সব কিছুর মাঝেও আমার কাষ্টমার সাপোর্ট কে বড় করে দেখেছি।
উদ্দেশ্য একটাই আর তা হলো সাকসেসফুল মানুষ দের রাস্তায় দাড়াতে পারা।