কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও?
হ্যাঁ এই ব্যাপারে ও আমি স্যার এর সাথে একমত।
আচ্ছা যারা খুব বেশি চিল্লায় যে মামা খালু কিংবা টাকা ছাড়া চাকুরী নাই তাদের কে জিজ্ঞাস করেন তো এমন ভাবে-
ধরুন একজন এক দলীয় কাউকে বলা হলো আপনি নিজেই একটি কোম্পানির মালিক এবং এখন আপনার সেইম যোগ্যতা
সম্পন্ন কাউকে আপনি একটা চাকুরো দিন।
দেখবেন ৯০% চিল্লানো মানুষ গুলি নিজের স্পেসিফিক এমন কোন যোগ্যতা খুজে বের করতে ব্যার্থ হবেন যেটার দ্বারা তাকে একটা
কোম্পানিতে চাকুরী দেয়া যায়।
আমি নিজে জলজ্যান্ত প্রমান যে কিনা চাকুরী পাবার জন্য ফর্ম ফিলাপের খরচ আর যাতায়ত খরচ ছাড়া একটা টাকা ও ব্যায় করে নাই।
তবে তোষামোদ না করতে পারার কারনে সমস্যা কিছু তো হয় ই।
নাম ডাক যা পেয়েছি সব টায় নিজ যোগ্যতায় এটাকে আরো ব্যাপক ভাবে ছড়ানো যায় নি হয়তো কিছু অফিস পলিটিক্সের জন্য।
আমার নিজে কাজের উদ্যোগ নেবার পিছনে এটা ও একটা বড় কারন যেন আমার নিয়মে আমার প্ল্যানে বাস্তবায়ন হবার ও জায়গা থাকে।
তবে আমি সব সময় মানি যে শেখার আছে সবার থেকেই।
এবং শেষ আছে সব কিছুর ই।
আর যেখানে শেষ সেখান থেকেই তো আবার শুরু হয় নতুন কিছুর।