১% এর মধ্যে থাকতে চান? তাহলে নিয়মিত থাকুন
এই কথা টাকে আমি নানান রকম ভাবে অনুধাবন করি।
সকল জায়গা তেই আমি এমন ১% এর দলে থাকতে চেয়েছি এমন না তবে কিছু জায়গায় আমি এটা ঠিক মেনেছি।
আর মানি ও।
একটা ছোট্ট জিনিস বাট ফানি, আমি শেয়ার করি
ক্যাম্পাসে একবার খুব সুন্দরী ম্যাডাম এলো আর তার দিকে সবাই পাত্তা দিতো তার ছিলো সেই লেভেলের ভাব য়ার
এর কারন হলো সব ছেলেই তার পিছনে পড়ে।
আমি ও দেখতে গেলাম যে কি এমন আছে যে ম্যাডামের কাছেই সবাই যেতে চাই?
দেখলাম তেমন কিছুই না ম্যাডাম একটু বেশি ই ইয়াং।
তো আমাদের ক্লাসে ম্যাডাম এলেন পড়াতে সবার খুব প্রফুল্লতা আমি চুপ চাপ ই আছি পুরো ক্লাস।
হঠাত ম্যাডাম রোল কলের সময় বললেন ৮৩ তুমি ক্লাসে আস নি কেন আগের তিন দিন?
আমি বললাম ম্যাডাম আমি রচনা প্রতিযোগীতায় অংশ নিতে কলেজের পারমিশন নিয়ে বাইরে ছিলাম।
ওহ আচ্ছা তুমি এই কাজ কর নাকি?
কি নাম তোমার?
ম্যাডাম সৌভিকুর রহমান
ও আচ্ছা তুমি সৌভিক?
জ্বী ম্যাডাম
আমি বুঝলাম আমায় নিয়ে কথা হয়েছে আর ম্যাডাম সেটা বললোই না।
ওকে আমি আর কথা বাড়ায় নি পরের দিনে গিয়ে ম্যাডামের আগের ক্লাসের নোট গুলি ম্যানেজ করে নিলাম।
সব নোট যা ম্যাডাম পড়িয়েছে তার চেয়ে বেশি করে নিজের মত করে সাজিয়ে লিখলাম।
টানা এক সপ্তাহ ক্লাসে আমি চুপচাপ থেকেই ক্লাস করেছিয়া র বোঝার চেষ্টা করেছি ম্যাডাম ঠিক
কি করতে বা কি টাইপ অফ চাইছেন আমাদের কে?
৩য় সপ্তাহে গিয়ে ম্যাডাম কালস টেষ্ট নিতে চাইলেন সবাই একটু নাখোশ হলেও আমি কিছুই বলি নাই।
পরীক্ষা হলো আমি বেশি মার্কস পেলাম আর ম্যাডাম আমায় জিজ্ঞাস করলো কালসে
একটাও কথা বলো না এমন ভাব নিয়ে থাকো যে ক্লাস টা পছন্দ ই হয় না।
কিন্তু এগুলি লিখলে কিভাবে?
আমি আমার নোটস টা দেখালাম।
সেই দিনের পর থেকে ম্যাডাম আমাইয় এমন কোন দিন নেই যে ফোন দিয়ে জিজ্ঞাস করতেন না যে আমার লেখাপড়ার কি খবর?
আমি এডমিশনের সময় ও ম্যাডাম আমাকে অনেক ইন্সপায়ার করেছিলেন।
এভাবেই একটিভ থেকে আমি হয়ে গেছিলাম ১% এর দলের সদস্য।
এবার বোঝেন যে স্যার কীভাবে বলেছেন কথা টা?