“পথে পথে দিলাম ছড়াইয়ারে
সেই দুঃখে চোখেরও পানি”
আমাদের ডিপ্রেশন নিয়ে আমি রিসেন্টলি দুইটা পর্বের পোষ্ট করেছিলাম।
আসলে বর্তমানে যে উদ্যোক্তা দের দেখা যাচ্ছে তারা অনেকেই কিন্তু করোনার এই সময়ে এসেই উদ্যোক্তা হবার নেশায় চেপেছেন।
এবং চরম নির্মম একটা সত্য হলো আমরা অনেকেই ভেবেছি ফেসবুক অনেকেই চালায় তাই আমার একটা ফেসবুক পেজ থাকলেই হলো আর মি সেখানে ছবি ওঠাবো এবং বিজ্ঞাপন দিবো প্রোডাক্টের।
আর একেবারে খুল জা সিম সিম স্টাইলে আমার ভাগ্যের চাকা খুলে যাবে।
কিন্তু তারাই যখন দুইদিন পরে রেসপন্স না পেয়ে যুক্ত হন বিভিন্ন গ্রুপে এবং অনেক সফল দের দেখে শুরু করেন পোষ্ট করা কিন্তু নিয়ম ঠিক করে পড়েন না। যার ফলে এপ্রুভ হয় না পোষ্ট।
শুরু করেন কমেন্টে ধন্যবাদ আর শুভ কামনা ও অভিনন্দন লিখে টার্গেট ফিলাপ করার।
আসলে এতে লাভ কি?
স্যার তো বলেছেন ই যে ৫০০ শব্দের পোষ্ট নিয়ে আমাদের এলার্জীর কথা।
আমি একটু তাল মিলিয়ে বলতে চাই যে পোষ্টে see more লেখা ওঠে সেই পোষ্ট কে এড়িয়ে যাওয়া আপনি ই বিজ্ঞাপন দিবেন আর সবাই হুমড়ি খেয়ে প্রোডাক্ট নিয়ে নিবে, ব্যাপার টা এত সহজ না।
সবার আগে সততা এবং অধ্যাবসায় তারপরে বাকী সব কিছু।
নইলে অবস্থা হবে-
পথে পথে দিলাম ছড়াইয়ারে
সেই দুঃখে চোখেরও পানি