আপন পথে আপন মতে
এই লাইন টি দ্বারা মুলত বোঝানো হয়েছে নিজের পছন্দে নিজের ইচ্ছায় করা কাজ নিয়ে সাজানোকে।
নিজের পছন্দের কাজে আপনি যে শান্তি পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না
আমি যখন সিভিলে চান্স পেয়ে না পড়ে কম্পিউটারে ভর্তি হয়েছিলাম তখন আমাকে কেউ সাপোর্ট করে নি।
এমন কি আমার লেখাপড়া দিয়ে নাকি কোন চাকুরী পাওয়া সম্ভব নয়।
আমি একটা বিপথ গামি ছেলে যে কিনা নিজের ইচ্ছা খেয়াল খুশিতে জীবন নহশট করলো।
এই শাস্তিতে আমার ৪ বছরের ডিগ্রীতে কেউ একটা কম্পিউটার কেনার সাপোর্ট আমায় দেয় নি।
সবাই বলেছে ঐ নাটক সিনেমা দেখা ছাড়া ওই কম্পিউটার দিয়ে হবে টা কি?
সেই আমি আজ পরিবারের সকলের পড়ার সিধান্ত দিই।
আমায় দেখেই এখন ছোট দের বলা হয় সৌভিকের মত হতে হবে।
আমার জন্য এটাই অনুপ্রেরনা।
একটা উদাহরন দিই-
আপনার হয়তোপ বেলা ২ টার রোদে মাঠে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে না কিন্তু যিনি ক্রিকেট খেলেন ভালোবেসে তিনি কিন্তু ঠিক ই সেই কাজ টি করছেন।
কারন কি?
আপন পথে আপন মতে আছেন বলেই তো।