আশা ছিল ভালবাসা ছিল
আজকে লিখছি দেখে অনেকেই আমায় প্রশ্ন করছে কেন?
আমি সবার উত্তর দিতে গেলে অনেক সময় যাবে তাই এখানেই যেহেতু সুযোগ পেলাম তাই বলি।
আমি নাকি সব কিছুতেই অনিয়ম করে ফেলেছি আর এর জন্য দোষ হলো আমার ICT CARE এর।
জীবনে হারিয়েছি অনেক কিন্তু আমার ভালোবাসার কিছুতেই আমি দাগ লাগাতে দিই নাই।
আমার কাছে তাসরীফ আর ICT CARE একই বিন্দুতে।
এর আগেও আমি অনেক বার অনেক কিছু হারিয়েছি অনেক তা স্যার এর মত সব কিছুই।
কিন্তু ওই যে দাগ লাগতে দিতে চাই নি এজন্যই আমি আবার চাক্ষুস ভাবে শুরু করেছি , কারন এটাই।
এত কিছুর দরকার ছিলো না কারন আব্বুর বা দাদার কম ছিলো না কিন্তু সব কিছুই হলো নিয়তি।
সব হারিয়ে ফেলেছি এমন তাই যখন সবার মনে ছিল তখন ঘুরে দারাতে পেরেছি আমি।
এর জন্য চেষ্টা টা ছিলো আমার আর দোয়া ছিলো আপনাদের।
আপনাদের জন্য তো পথ টা অনেক সহজ কারন এখন অনেক কিছুই এভেইলাবল।আর আমাদের সময়ে সব কিছু এত ইজি ছিলো না।
জাভা ফোন দিয়ে নেট চালাইতাম শুধুই ঘোরে আর ঘোরে।
আর এখন ডি এস বি আছে
Razib Ahmed
স্যার এর মত মানূষ আছেন যারা বিনা পয়সায় সাহায্য করছেন এভাবে।