১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট- ৩২

আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
আজকে আমার জীবনের খুব স্মরণীয় একটি দিন।
এটা কিন্তু স্যার এর পোষ্টে ও ছিলো।
আমার কাছে স্মরনীয় এউ জন্য যে আজ আমি ১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট পড়তে যেয়ে জানতে আপ্রছি স্যার কে নিয়ে আর আমার কিছু লেখার পাগল আছেন তারা জানতে পারছেন আমাকে।
স্যার স্বপ্ন দেখেছেন ইংরেজী নিয়ে আর আমি দেখেছি গ্রাম্য একটা বধু যার প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই সে ও যেন সাবলম্বী হতে পারে সেটা নিয়ে।
আমি স্বপ্ন দেখেছগি একটা বদলে যাওয়া দেশ কে নিয়ে।
স্বপ্ন কিন্তু বাস্তবায়ন ও হচ্ছে।
কীভাবে?
আমি যেমন আগে অনলাইন থেকে পন্য কিনতে চাইতাম না ভয়ে যে ঠকি কিনা আর এখন আমি এতাই ভাবি বাজারে গেলে ঠকবো কিনা?
আমার পরিবারের সকল মেয়ে সদস্যের প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু কিনি এই পরিবার থেকেই।
আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি
কার তাতে কি?
এটা বলতে কিন্তু আর দ্বিধা নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *