১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট-৩৬

মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়।
রবী ঠাকুরের এই কথা টা আসল্ব বুঝলে অনেক কিছু আর না বুঝলে কিছুই না।
ঘটনা টা এস এস সি পরীক্ষার রেজাল্টের দিন ১২ ই জুন ২০০৭
সকালে আমার ঘুম ভাংলো খালার ডাকে
তোর ঘুম ভাংছে না আর তোর ভাই সাকিব আর সাইকা তো ঘুমায় ই না।
বললাম কেন?
আরে আজকে তো তোদের রেজাল্ট।
আমি- খালা পরীক্ষা দিছি সেই কবে আজকে ভেবে লাভ কি?
অতঃপর খাবার খেয়ে খালাতো ভাই এর সাথে বের হলাম আমি তেমন চিনি না
ও নিয়ে গেলো একটা পার্কে তারপরে দুই গ্রুপে বিভক্ত হয়ে ওরা কার্ড খেলতে লাগলো আর আমি লিখছি হিসাব।
হঠাত একজন এসে বললো সব গুলা কে বাঁধা হোক।
আমি তো অবাক হয়ে চেয়ে রইলাম।
পরে বুঝলাম উনি ডিবি পুলিশ আর আমাদের কে সন্দেহজনক ভাবে আটক করেছে।
পাশের থেকে একদল গাঁজাখোর ধরা হয়েছে।
আমাদের কে একত্রে সারি বদ্ধ ভাবে রাখা হলো আর মারার প্রস্ততি নেয়া হলো।
আমি দেখি কেউ তো কথা বলেই না কি বিপদ।
হঠাত বলে উঠলাম যে আংকেল জীবনে একটা সিগারেট জীবনে দুই হাতের মাঝে নিই নাই আর সেই আমাকে আপনি এভাবে আটক করে পিটাইতে চাইছেন?
উনি চুপ করে আমার কাছে এসে আমার মুখ টা শুখলেন আর আমায় জিজ্ঞাস করলেন এই পার্কে কেন এলে?
আমি- আজ আমাদের রেজাল্ট দিবে বাকী রা সবাই ডিপ্রেশনে তাই এখানে আর আমি তো জানি না এটা কেমন কারন আমার তো খালার বাড়ি এখানে।
উনি আমাদের ছেড়ে দিলেন আর ওনার নাম্বার দিলেন যেন আমি রেজাল্ট হলে ফোন দিই।
উনি আমাদের ডিনার করাবেন।
সেদিন যদি আমি আমার ভয় কে মুক্ত না করতাম তাহলে তো বিপদেই পড়তে হতো।
তাই লাইন গুলি অনুপ্রেরনা দেবার মতই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *