এই একটি কথা ঠিক ঠাক বোঝাতে পারলে কোন ব্যাস্ত স্বামীকে বাড়িতে কাজের প্রেসার বোঝাতে হবে না আর।
একই সাথে এই লাইন টি ঠিক ঠাক বুঝতে পারলে নিজের ক্যারিয়ার টা সেট হয়ে যাবে।
দেখুন আমি বিশ্বাস করি সফল হবার জন্য সকলের স্বপ্ন অনুযায়ী যদি কেউ সততার সাথে কাজ করে তাহলে উপর ওয়ালা তাকে অবশ্যই একটা না একটা ফ্লো এনে দেন যা দিয়ে সেই ব্যাক্তি তার স্বপ্নের কাছে পৌছাতে পারেন।
কিন্তু এই “সময় গেলে সাধন হবে না” এই লাইন টি বুঝতে না পারার কারনেই ব্যার্থতা অনেকের পিছু ছাড়ে না।
আমার কথায় যদি বলি-
আমার ব্যাস্ততা, আমার ল্যাপটপ আর মোবাইল প্রিতী টা সকলের চোখেই এখন লেগে থাকে।
আর এটা নিয়ে সকলের একটায় কথা যে- কাজ তো আজীবন ই করবো তবে কেন এত সিরিয়াস নেস?
আমি এই জায়গায় একটু ভিন্ন মত পোষণ করি কিন্তু আসলে সমাজে যা প্রচলিত তা থেকে বের করা কঠিন সাধ্য কাজ।
আমার কথা হলো আমার কাজের যে ফ্লো উপর ওয়ালা আজ দিচ্ছেন তা তো কাল নাও দিতে পারেন তাহলে আমি কেন সুযোগ টি হারাবো?
আমাকে সময়ের কাজ সময়ে করতে শিখতে হবে নয়তো সফলতা তো ধরা দিবে না।
আর কাজ সারা জীবন করবো তবে একই রকম খাটুনি নিয়ে নয় বরং টেকনিক এপ্লাই করে।
সকল উদ্যোক্তার বিপরীত জেন্ডার গন এই লাইন টি বুঝতে শিখুক সেই প্রত্যাশা করি।