এই পোষ্টে স্যার মুলত নিম্নোক্ত প্রশ্ন গুলির উত্তর চেয়েছেন-
১. ১০ মিনিটের রাইটিং এর ৫০ টি পোস্ট পড়ে কি ধরনের উন্নতি দেখতে পাচ্ছেন?
আমি মুলত আমার গত বছরের শেষ মাসে ডেডলাইন ম্যানেজ করতে পারি নি।
তাই এটাকে নিজেকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং এখন পর্যন্ত ৮০% সনুষ্টি আছে।
বাকী টুকুর কাজ চলমান
২. লেখাপড়া বা চাকুরিতে নিজের মত করে বানিয়ে লেখার দক্ষতা কতটা দরকার?
এই দক্ষতা ত সেই ছাত্র জীবন থেকেই ফিল করতাম আর সেজন্য রোড র্যাশ ছেড়ে বেছে নিয়েছিলাম টাইপিং মাষ্টার আর সেটার উপকার এখন পাচ্ছি।
৩. আপনার স্বপ্ন কতটা বদলেছে?
আমার স্বপ্ন ব্বদলায় নি একটু ও শুধু সেখানে আর কিছু ডাল পালা যোগ হয়েছে তার মাঝে একটি অব্যাক্ত চাওয়া যোগ হয়েছে যা আমি স্বাক্ষাতে বলতে চাই
Razib Ahmed
স্যার।
৪. মানুষের সামনে নিজের মত করে কথা বলতে চান? কেন?
এটা আমি সেই ২০০৭ থেকেই বলি এটা আমাকে প্রতিনিয়ত নিজের উন্নতি করতে শেখায় আর আমি নিজেকে জানতে পারি।
নিজেকে চেনাতে চাই আমি।
৫. আপনি নিয়মিত থাকতে পারলে কি লাভ?
এক কথায় আমি নিয়মিত হলে আমি আমার স্বপ্নের দিকে রেসে থাকতে পারছি।
৬. ১০ মিনিট রাইটিং এর দিকে কি কি শিখেছেন?
ধৈর্যশীল হতে শিখেছি।
রাইটিং পোস্টগুলো আমাকে বাংলা ভাষায় আরো দক্ষ করছে।
নিজের লক্ষ্যে দৃঢ় হতে শিখেছি।
অনুপ্রেরনা দিচ্ছে
চিন্তাশক্তির বাস্তবায়ন শেখাচ্ছে