“আমরা করেছি, আমরা পেরেছি”
বাংলাদেশের অন্য যে কারো থেকে মনে হয় আমি অনুপ্রেরণা মূলক সিনেমা বেশি দেখেছি বিশেষ করে হলিউডের সিনেমার ।
এজন্যই জীবনে অনেক আঘাতে ভেঙ্গে পরলেও, ধ্বংস হয়ে গেলেও কিভাবে যেন একটু একটু করে আবার স্বাভাবিক জীবনে
ফিরে এসেছি এবং এভাবে করে জীবনে এগিয়েছি অনেক ধাপ।
এই কথা টুকু স্যার এর
আমি যখন কোন কাজে মনযোগ দিতে পারি না তখন সব বাদ দিয়ে সিনেমা দেখতে বসে পড়ি আর এই কাজে আমার কাছে ইন্ডিয়ান
আর্ট ফ্লিম গুলি দারুন কাজের হয়।
আমি শুধু শিখতে চেষ্টা করি আর একবারে মনযোগ দিয়ে দেখি।
এতে আমার লাভ?
ওই যে স্যার ই তো সব বলে দিয়েছেন এটা করে আমার যা হয় তা হলো
আমার মন কে আমি বোঝাতে সক্ষম হই যে আমি অনেক টা সময় নষ্ট করেছি তাই এখন মন দিয়ে কাজে নামতে হবে।
এই একটা ট্রিগারিং পালস ই আমাকে শেখায় “আমি পারবো আমি পেরেছি”