আমি যখন প্রথম স্যার এর ব্লগ পড়তাম তখন ভাবতাম যে এই মানুষ টা কেন ধান্দাবাজি কথা টা ব্যাবহার করেন?
আমার সাথে অফিস পলিটিক্স চালু হবার পরে রিয়েলাইজ করলাম আসলে কেন স্যার বলেন এগুলি।
মনের মধ্যে চাপা কষ্ট আর ক্ষোভ টা হয়তো এমন কিছু নেগেটিভ শব্দকে পজিটিভ অর্থে ব্যাবহার করে কষ্ট আড়াল করেন।
আমি কিন্তু শিউরকাট নিয়ে ধান্দাবাজিটা আরো ৫ বছর আগে থেকে শুরু করেছি আমার ইউটিউব চ্যানেল নিয়ে।
আর এখন সেই ধান্দাবাজি থেকে আমার শিউরকাট ডলার ও আসে।
একসময় ব্লগ থেকেও আসবে ইনশাআল্লাহ।
তাহলে এমন ধান্দাবাজি করতে আপনাদের আবার ভয় কিসের?
ডলার আসুক আর না আসুক অন্তত সবার তো একটা নিজস্ব সম্পত্তি তৈরি হবে
তৈরি হবে একটা রাজত্ব যার রাজা/রানী আপনি নিজেই।