১০ মিনিট রাইটিং স্কিল পোষ্ট – ৮২

 

নিজের ভাষায় নিজের মার্কেটিং

স্যার এর কথাকেই আমি আরো খোলসা করে বলি সব সময় আর সেটা হলো নিজের ঢোল নিজে পেটানো।
আমার সকল ছাত্র ছাত্রীদের বলি যে আইটিতে পরে যদি নিজের ঢোল নিজে না পেটাতে না পারেন কিংবা ভদ্র ভাবে বললে শো অফ কিংবা সেলফ প্রেজেন্টেশন ও সেলফ মার্কেটিং করতে না পারেন তাহলে চলবে কিভাবে?
আমি আমার স্বপ্নকে নিয়ে যাত্রা শুরু করেছিলাম ২০১৪ তে যার বাস্তবায় হলো ২০১৫ তে একটা রুমের মাধ্যমে আর ২০১৬ তে এসে হলো নিজের স্বপ্নের জন্য একটি অফিস।
সেটাকে এই মাসে ভেঙে দিয়ে হচ্ছে নতুন রুপে আবার একটু গুছিয়ে নেয়া।
এগুলি কিন্তু আমার স্বপ্নের ধারে কাছে ও না কিন্তু এই গুলি ই আমার স্বপ্নের কাচেহ আমায় নিয়ে যাবে আস্তে আস্তে।
এমন তাই বিশ্বাস আমার।
শুরুর দিকে মানূষ পচিয়েছে অনেক যেমন টা এখন ইজি সদাই নিয়ে কলিগ দের কাছে শুনি।
কেননা পন্যের ডেলিভারি আমি করি যা তাদের পছন্দ নয়।
কিন্তু আমি আছি দিব্যি কারন এটা আমার ভালোলাগা।
স্বপ্ন দকেহি ইজি সদাই এর একদিন একতা সুপার শপ হবে আর আপনারা ই হবে আমার পন্যের ক্রেতা 😍
বাংলাদেশে যেখানে আমার বয়সী ছেলে আর মেয়েরা চাকুরীর বয়স ৩৫ করা নিয়ে আন্দোলন করছে আমায় হেয় করা বন্ধুরা যেকাহ্নে এখনো বেকার ঘুরছে কিংবা একটা চাকুরী খুজছে সেখানে উপর ওয়ালা আমাকে তার চেয়ে বেশি বেতন দিয়ে অফিসের সহযোগী রাখার সুযোগ করে দিয়েছে।
আলহামদুলিলাহ
এই যে শুরু করলাম সেলফ মার্কেটিং তা কিন্তু শেষ হবে না বলে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *