১০ মিনিট স্কিল ডেভলপমেন্ট পোষ্ট – ০৬

কাজ যখন ১০ মিনিটে করতে বলা হয় তখন তো একটু দ্রুত লেখার কৌশল জানতে পারলে ভালো ই হয়।
দ্রুত টাইপ শেখার কৌশল (ল্যাপটপ বা কম্পিউটার এর জন্য)
দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা।
বর্তমানে এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময়ের অপচয় হয়। অনেকে চাকুরী পাচ্ছেন না এজন্য।
সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার ‘গোপন রহস্য’ প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে, যার মাধ্যমে টাইপ করার দক্ষতাকে নিয়মিত
অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়।
১. আরামদায়ক জায়গা: দ্রুত টাইপ করার জন্য চাই
উপযোগী ও স্বস্তিকর জায়গা। খোলামেলা ও আরামদায়ক জায়গা হলে দ্রুত টাইপ করতে সুবিধা
হয়।
ল্যাপটপে বা কিবোর্ড নিয়ে দ্রুত টাইপ করতে
গেলে তা কোলের ওপর রাখার চেয়ে টেবিলের ওপর
রেখে করলে দ্রুত কাজ হবে।
২. ঠিক হয়ে বসা: দ্রুত টাইপ করার জন্য ঠিক হয়ে
বসা জরুরি। সোজা হয়ে বসে কবজি যাতে কিবোর্ড
বরাবর থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। এতে
আঙুল কিগুলো ঠিকমতো চালাতে পারবেন। বেশি ঝুঁকে টাইপ না করাই ভালো। আরামদায়ক উচ্চতায় বসে টাইপ করলে দ্রুত টাইপ করা যাবে।
৩. হাত সঠিক স্থানে রাখুন: কিবোর্ডের ওপর
ঠিকমতো হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায়
না। ভুলভাবে কিবোর্ডের ওপর হাত রাখার ভুলটিই
বেশি দেখা যায়।
তাই কিবোর্ডে আঙুল রাখার নিয়মটি মনে রাখতে পারেন।
বাঁ হাতের তর্জনীতে রাখুন ‘এফ’ কি, মধ্যমাতে ‘ডি’, অনামিকাতে ‘এস’, কড়ে আঙুলে ‘এ’। ডান হাতের তর্জনী রাখুন ‘জে’, মধ্যমাতে ‘কে’, অনামিকাতে ‘এল’ ও কড়ে আঙুল রাখুন ‘সেমিকোলন’ কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে।
৪. অনুশীলন শুরু: আঙুল ঠিকমতো রাখার পর বিভিন্ন
শব্দ টাইপ করতে থাকুন। অনুশীলন চালিয়ে যান।
শুরুতে যে কিগুলোতে আঙুল রেখেছেন, তা চেপে টাইপ শুরু করুন। ‘এএসডিএফ’ এরপর স্পেস দিয়ে ‘জে কে এল; ’ এরপর বড় হাতের অক্ষরে অক্ষরগুলো টাইপ করার চেষ্টা করুন। এরপর নিচের সারির কিগুলোতে আঙুল রেখে এই কিগুলো টাইপ করুন। একই সঙ্গে ওপরের সারিতে আঙুল রেখে ওই কিগুলো টাইপ করার চেষ্টা করুন। এবার কিবোর্ডের দিকে না তাকিয়েই কিগুলো চেপে টাইপ করার চেষ্টা করতে পারেন।
৫. টাচ টাইপিং শেখা: শুরুতে টাচ টাইপিংয়ের
দক্ষতা খুব কঠিন মনে হতে পারে। কিন্তু একবার
দক্ষ হয়ে গেলে টাচপ্যাড ব্যবহার করে সবচেয়ে
দ্রুত টাইপ করা যায়। টাচ টাইপ শিখতে খুব ধীরে
কিবোর্ডের দিকে না তাকিয়ে অনুশীলন শুরু করুন।
ধীরে ধীরে আপনার টাইপের গতি বাড়ান। শুরুতে
কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত
টাইপ শিখে যাবেন।
৬. অনুশীলন চালিয়ে যান: দ্রুত টাইপ শেখার জন্য
অনুশীলনের বিকল্প নেই। যত টাইপ করবেন, তত দ্রুত
ও নির্ভুল টাইপ করা শিখে যাবেন। তবে এ জন্য ধৈর্য থাকতে হবে।
সময় নিয়ে পড়বেন আশা করি কাজে লাগবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *