এক সময় মোবাইল ফোন শুধু যোগাযোগের কাজেই ব্যবহার করা হতো।
কিন্তু বর্তমানে এটি দিয়ে খুব সহজেই অনেক কাজই সেরে নেয়া যায়।
যেমন ধরুন আগে ফটো এডিটিং এর মতো কাজগুলো করার জন্য অবশ্যই
কম্পিউটারের প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে এই কাজটি হাতের কাছে থাকা স্মার্টফোন ব্যবহার করেই করা সম্ভব।
তো স্মার্টফোনে ফটো এডিটিং এর জন্য প্রয়োজন একটি ভালো
ফিচার সম্বলিত ফটো এডিটিং অ্যাপ। বর্তমানে গুগল প্লে স্টোরে নানান
ধরনের ফিচার সম্বলিত ফটো এডিটর রয়েছে।
PicsArt Studio
লিস্টে থাকা আরেকটি সেরা ফটো এডিটর অ্যাপ হলো PicsArt Studio।
ছবিকে নিখুঁতভাবে কাস্টমাইজ করতে যে ধরনের টুলস ও ফিচারসের প্রয়োজন
তার সবই এতে প্যাক করা হয়েছে।
পিক্স আর্ট স্টুডিওতে রয়েছে ৩ হাজারেরও বেশি টুলস। প্লে স্টোর হতে এই পর্যন্ত
অ্যাপটি ৫০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।
অ্যাপটিতে থাকছে ওয়ান টাচ ইফেক্ট, অটো ফিক্সিং, ক্রপ, কোলাজ, ড্র, ফ্রেম,
স্টিকারের মতো ফিচার। থাকছে বিল্ট-ইন ক্যামেরা এবং ডিরেক্ট সোশ্যাল শেয়ারিংয়ের সুবিধা।
পিক্স আর্ট স্টুডিওতে আরো থাকছে অসাধারন সব ফটো ফিল্টারসের কালেকশন,
যেগুলো আপনার ফটোতে ইউনিক টাচ দিতে সক্ষম। ফটো এডিটিং ছাড়াও এতে থাকা ড্রয়িং মোডও অনেক ফিচারফুল।
অ্যাপটি গুগল প্লে স্টোর হতে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে পিক্স আর্টের
ফ্রি সংস্করণে অ্যাড ফ্রি ইউজার ইন্টারফেস নেই।
ফলে আপনাকে বিরক্তিকর বিজ্ঞাপনের সম্মুখীন হতে হবে। তবে, পিক্স আর্ট সেরা ফটো এডিটিং অ্যাপসগুলোর মধ্যে যে একটি তা নিসন্দেহে বলা যায়।
স্পেশাল ফিচার-
-
এতে ছবির বিশেষ অংশে ইফেক্ট প্রয়োগ করার জন্য রয়েছে ব্রাশ মোড
-
থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইফেক্ট যার সাহায্যে ছবিকে আরও আকর্ষণীয় করা সম্ভব
-
লাইভ ইফেক্টের সাথে বিল্ট-ইন ক্যামেরা সমর্থিত