আজকে আমার এই কার্যক্রমের আজকে ৯ম দিন কিন্তু পোষ্টের সংখ্যা আজ ১১ তম।
এই ৯ দিনে কে কি শিখেছেন সেটার হিসাব নিজের কাছে রাখেন আমি আমার টার্গেট কমপ্লিট করার জন্য ই এই কাজ করছি।
শুরুটাই খুব গুরুত্বপূর্ন
আমরা শুরুর আগে অনেক কিছু প্ল্যান করি আর করতে করতেই দিন পার।
এবং আমাদের প্ল্যানিং এর একটা বড় অংশ জুড়েই থাকে নামাজের সময় ও ওয়াশ রুম।
শুনতে কেমন কেমন লাগলেও এটা সত্য যে আমরা ঐ সময়ে অনেক প্লায়ন করি ইভেন স্কুল বা কলেজ থেকে কোন একটা ভালো লেকচার শুনতে শুনতে নিজেকে নিয়ে এত প্ল্যান করি যে এক পর্যায়ে লেকচার টা ও শোনা বাদ দিয়ে নিজের অবস্থান ল্যাকিং আর কল্পনার জগতে হারিয়ে যায়।
এবং মনে হতে থাকে আজ ক্যাম্পাস থেকে যায় আগে সব যেন ছিড়ে ফুড়ে চেঞ্জ করে ফেলবো কিন্তু সত্যি টা হলো যে ক্লাস শেষ হয়, আমরা বের হয়ে ক্যাম্পাসের রাস্তা দিয়ে আসতে আসতে বন্ধু বান্ধবিদের সাথে গল্পের মাঝেই হারিয়ে ফেলি ৩০%-৭০% চিন্তা।
যারা বাকী অংশ টুকু বাড়ি পর্যন্ত কিংবা মেস পর্যন্ত নিয়ে আসতে পারি তারা আবার এসে ফ্রেশ হবো খাবো একটু রিফ্রেশ্মেন্ট করে সন্ধ্যা থেকে বসবো প্ল্যান করে নিই।
এর পর এ কি হয়?
আহা ভুলেই যায় যে কি চেয়েছিলাম শুরু করতে।
এমন অনেক স্বপ্ন অনেক পরিবর্তনের ইচ্ছা আমাদের হারিয়ে যায় এভাবেই।
তাই আমি যেটা করি সেটা হলো যা মাথায় আসে তাই লিখে ফেলি কোন না কোন ডায়েরি কিংবা প্যাডে।
আমার আবার এই দুইটা জিনিসের প্রতি ভীষন দূর্বলতা আছে।
এজন্য এতে লেখা কোন পেজ আমি সাধারনত নষ্ট করি না পারত পক্ষ্যে।
এই কাজ করতে করতে আমার বর্তমানে ১৭ টি ডায়েরি ও প্যাড একই সাথে রানিং হয়ে গেছে।
সব গুলাতেই কিছু না কিছু লেখা আছে।
এতে লাভ?
চিন্তায় আসা অনেক কিছু নিয়েই ভাবার সুযোগ থাকে।
তাই শুরু করেই ফেলুন না।
শুরু টা খুব গুরুত্বপূর্ন।
একবার শুরু হলেই দেখবেন কাজ বেশ এগিয়ে যাচ্ছে।