এই পোস্ট থেকে আমরা আজ জানতে পারবো কিছু স্পেশাল অ্যান্ড্রয়েড টিপস ও ট্রিকস।
বর্তমানে অ্যান্ড্রয়েড চালিত ফোনগুলো বাজারে একচেটিয়া ব্যবসা করছে। দামে IOS চালিত ফোন থেকে কম হওয়ায় এর চাহিদা আরও বেশি। আমাদের অধিকাংশই ইন্টারনেট, গান, মুভি, কল ইত্যাদি কাজে মোবাইল ফোনগুলো ব্যবহার করে থাকে। ফলে যা হয় তা হলো কিছু অজানা ট্রিকস সারাজীবন-ই তাদের অজানা থেকে যায়।
আজ একটু অজানা কে জেনে নেবার চেষ্টা করি-
ওয়াইফাই শেয়ারিং-
সেরা অ্যান্ড্রয়েড টিপস ও ট্রিক্সের তালিকায় এটা শুরুতেই আছে। হটস্পট থেকে আপনি চাইলে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন শেয়ার করতে পারবেন, একথা নিশ্চয় সবাই জানেন। তবে, Data Sharing Apps টি ব্যবহার করে আপনি আপনার ফোনের ওয়াইফাই কানেকশন ও শেয়ার করতে পারবেন।
Outgoing Call Disable-
কোনো বিশেষ সময়ে ফোনের আউটগোয়িং কল ডিসেবল করতে হলে *#31# লিখে ডায়াল করলেই আউটগোয়িং কল ডিসেবল হয়ে যাবে, আবার #31# লিখে ডায়াল করলে ফোনের কল সেটিং আগের মত হয়ে যাবে। আউটগোয়িং কল ডিজেবল মানে হলো আপনার ফোন থেকে আর কারো কাছে কল যাবে না।
Notification Recheck-
ভুল করে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি ক্লিয়ার করে ফেলেছেন? চিন্তা নেই, একটি ছোট App ডাউনলোড করার মাধ্যমে সব নোটিফিকেশন দেখতে পারবেন যার নাম হলো Notification Log
Device Tracking
হারানো ফোনের লোকেশন খুঁজে পেতে পারেন খুব সহজেই।তবে এর জন্য Device Admin অপশনটি চালু রেখে Find My Device অপশনটিও চালু রাখতে হবে। এরপর কোনো ব্রাউজারে গিয়ে android.com/devicemanager লিংকে গিয়ে ফোনের লোকেশন সহজেই খুঁজে পাওয়া যাবে।
কেমন লাগলো এটা?
Find your phone
ধরুন আপনার মোবাইল ফোনটি আপনার ঘরের মধ্যেই আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না। চিন্তা করবেন না, এমন অবস্থায় আগের সেটিংসগুলো চালু রেখে ব্রাউজার থেকে আপনার ফোনের সাথে যুক্ত গুগল আইডি ব্যবহার করে Ring একটা অপশন পাবেন, এতে ক্লিক করলেই আপনার ফোনটি বেজে উঠবে, সাইলেন্ট থাকলেও।
গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে গুগল এসিস্ট্যান্টের ব্যবহার
মনে করেন, আপনার গাড়ির চাবি কোথায় রেখেছেন তা আপনার ফোনে গুগল এসিস্ট্যান্টকে বলে রাখলেন “Remember that my car key is in the 2nd drawer” – এটি বলে। পরবর্তীতে আপনি যদি এসিস্ট্যান্টকে “Where is my car key?” তাহলেই এসিস্ট্যান্ট আপনাকে বলে দেবে।
Google Lens এর ব্যবহার
সেরা অ্যান্ড্রয়েড টিপস ও ট্রিক্সের তালিকায় এটা ও আছে। গুগল লেন্সের মাধ্যমে ছবি সম্পর্কিত অনুবাদসহ নানান কাজ করা যাচ্ছে। কোন কাগজ গুগল লেন্সের মাধ্যমে স্ক্যান করে তাতে লেখা তথ্যগুলো কপি করে ব্যবহার করতে পারবেন, আবার অন্য ভাষায় অনুবাদ-ও করতে পারবেন।
মোবাইল স্ক্রিনকে টিভির পর্দায় দেখানো
Micro HDMI Cable ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার ফোনকে টিভির সাথে যুক্ত করে ফোনের স্ক্রিনটিকে টিভির স্ক্রিনে দেখতে পারবেন।
এজন্য টিভি টি ও স্মার্ট টিভি হতে হবে।
Infrared Light Detection
আমাদের সবার বাড়িতেই টিভি আছে, টিভির রিমোটের ফাংশন ঠিক কাজ করছে কিনা তা খালি চোখে দেখা সম্ভব না। তাই আপনি চাইলে মোবাইলের ক্যামেরা দিয়ে রিমোটের Infrared Red Light শনাক্ত করতে পারেন। যদি ক্যামেরা লাইটটি দেখা যায়, তবে জানবেন রিমোটটি ঠিক আছে।
এক ক্লিকেই লাস্ট কলড নাম্বার ডায়াল স্ক্রিনে আনার উপায়
আপনি কি জানেন ডায়াল প্যাডে যেয়ে ডায়াল আইকনে চাপ দিলেই ডায়াল স্ক্রিনে আপনার সর্বশেষ ডায়াল করা নাম্বারটি চলে আসবে।