১০ মিনিট স্কিল ডেভলপমেন্ট পোষ্ট – ১৮

 

“বিদ্যা অল্প হলে সেটা নাকি ভয়ংকর হয়, শিক্ষা ও যোগ্যতা কম থাকলে একটু চিল্লাবেও বেশি।”
নাহ টাইটেল দেখে ভয় পাবেন না, ভয় পাবার কোন কারন নেই আজ আমি একতু আমাদের মাঝে বিরাজমান কিছু ভুলের মধ্যে একটি বর ভুল নিয়ে সামান্য কিছু কথা বলবো আমার সামান্য জ্ঞান নিয়ে।
আইটি নিয়ে আমার পথচলার শুরু ১৯৯৯ সালে।
অবাক হচ্ছেন?
এই ছেলে ১৯৯১ এ জন্ম নিয়ে মাত্র ৮ বছর বয়সে এসে কিভাবে কি?
আচ্ছা বলেন তো লেখাপড়া না করলে কি সেটার সাথে পথ চলার শুরু হওয়া যাবে না?
ওই সময় আমি কম্পিউটারে রড র্যাস গেম খেলতাম আর জি সিনেমা ও সনি তে হিন্দি সিনেমা দেখতাম আর ওই সময় প্রায় সিনেমাতেই দেখতাম নায়ক বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
হা হা হা নায়ক যখন এই রোলে আছে সেটার বোধহয় অনেক মূল্য এমন তাই ভাবতাম, সেই থেকে আমার কম্পিউটার প্রিতি।
আমার কলেজ বা ভার্সিটি লাইফে আমি কোন দিন কারো শিট বা সাহায্য নিয়ে কোন নোট তঈরি করি নাই।
বরং আমি করেছি আর সবাই সেটা ফলো করেছে (আলহামদুলিলাহ), সেটা সিনিয়র হোক বা জুনিয়র।
যেখানেই গেছি সেখানেই সৌভিক নিজের স্পেস কে নিজের করেছে একেবারে নিজের চেষ্টায় এমন নয় যে কেউ আগে থেকেই চিত্রনাট্য তৈরি করে দিয়েছে আমি সেখানে সংযুক্ত হয়েছি।
২০১২ থেকে অনলাইনে আমার লেখালেখির হাত শুরু যা ফেসবুকে বা বিভিন্ন বই তে পাওয়া যায়।
পরে ভাবলাম নিজের একটা সংগ্রহ শালা থাকা উচিত তাই ২০১৬ তে আমার ইউটিউব চ্যানেলে ভিজুয়াল কন্তেন্ট দেয়া শুরু আর ২০১৯ এ এসে ব্লগে একত্রিকরন করা শুরু।
আমার লেখা অন্য অনেক ব্লগার তাদের ব্লগে, কিংবা অনেক লেখক ই তাদের লেখায় ব্যাবহার করেন আলহামদুলিলাহ।
আমার কোন কমপ্লেইন নাই, কারন কি জানেন?
ধরুন ফেসবুক কর্তৃপক্ষ গ্রুপ খোলার একটি নিয়ম জানিয়েছেন আর সেটা জেনেই আমি আমার মত করে পোষ্ট করি।
এখন এটা দেখে কিংবা অন্য আরো কিছু দেখে কেউ একটা পোষ্ট করতে পারে সেখানে কিন্তু মুল থিম একই থাকবে শুধু চেঞ্জ হবে তার বলার বাচন ভঙ্গি আবার সেটা মিলেও যেতে পারে কারন কি?
কারন হলো পোষ্ট সবাই শুদ্ধ ভাষায় দিতে চায় কেউ ই চায় না আঞ্চলিক ভাষায় দিতে।
আলহামদুলিলাহ বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও শুদ্ধ ভাষার অঞ্চলে আমার জন্ম তাই জন্মগত ভাবেই শুদ্ধ কথা বলি।
এত কথা কেন?
কারন কিছু হালের উঠে আসতে চেষ্টা করা মানূষ দুপাতা বিদ্যা দিয়ে বোঝাতে চাইছেন যে তারা অনেক বোঝেন আর জানেন যে কেউ সেটা কপি ও করছে।
আপনারা এতে বিচলিত হবেন না একটুও।
অনেকেই বলতে পারে যে আপু এই লেখা টা আপনি আমার থেকে কপি করেছেন বা ভাই আপনি কপি করলেন না?
বলতে দেন,এবং কিছু লোকে আবার সেটা সাপোর্ট ও করবে কারন কি জানেন?
অল্প বিদ্যা ভয়ংকর ই হয় আর খালি কলসি বাজে একটু বেশি।
নতুন নতুন একটু চকচকেই লাগে সব কিছু।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *