আপনাদের মাঝে অনেকেই আছেন যারা তাদের বিজনেস শুরুর পর কি ভাবে তারা তাদের বিজনেস প্রচার ও প্রসার করা যায় সেই সম্পর্কে জানেন না। এজন্য আমি আজ থেকে শুরু করলাম এই সংক্রান্ত লেখা।
আজকে প্রচলিত কিন্তু খুব ইফেকটিভ এমন কিছু টিপস বা কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।
এখান থেকে কোনটা আপনাদের জন্য বেস্ট হবে আপনারা সেটা নির্বাচন করে সেটা নিয়ে সহজেই কাজ করতে পারবেন।
১. আপনার প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ড/বিলবোর্ড দিন। প্রতিদিন ১র জন মানুষ দেখলেও বছরে ৩৬৫০ জন মানূষ দেখতে পারবে।
২. অফিসের/দোকানের মোড়ে একটা ইন্ডিকেটর দিন, কাজে লাগবে।
৩. ব্যবসা যদি সিজনাল হয়, সিজনের শুরুতে একটু বিজ্ঞাপন দিন।
৪. সার্ভিসটা যদি এলাকাভিত্তিক হয় তাহলে ক্যাবল টিভিতে বিজ্ঞাপন দিন।
৫. শহরের সর্বত্র যদি সার্ভিস দিতে পারেন, তাহলে বিভিন্ন পাবলিক প্লেসে স্টিকার লাগান।
৬. শুরুতে ব্যাপক প্রচার চাইলে ছোট ছোট ফেস্টুন লাগান, সেই সাথে ডিজিটাল ব্যানার ও করুন।
৭. বানিয়ে ফেলুন কিছু হ্যান্ডবিল।
৮. জরুরী হলে আপনার এলাকায় পত্রিকার হকারদের সাথে কন্টাক্ট করুন তারা কাগজের সাথে একটা করে ছোট হ্যান্ডবিল দিয়ে দেবে।
৯. আরো জরুরী প্রচার প্রয়োজন হলে সংক্ষেপে ছোট ছোট বাক্যে মাইকিং করুন।
১০. ভিজিটিং কার্ড করুন।
১১. লেটারপ্যাড বানিয়ে নিন বিল করার জন্য
১২. অফিসের নামে খাম বানান। কোথাও চিঠি ডকুমেন্ট পাঠালে উপরে নামটা থাকলে তা প্রচার পাবে।