আলোচনায় যখন LinkedIn (পর্ব-০৪)

টপিক- LinkedIn ঠিকভাবে ব্যবহার করার কিছু উপায় – (৩য় খন্ড)
Shanaz Hassan

আপু ও

Adhora Chowdhury

দিদির মধ্যে আলাপচারিতায় যোগ দিলেন

Abida Khan Shompa

আপু, এবং জানালেন যে আগের তিনটা পর্ব থেকে LinkedIn নিয়ে যা জেনেছেন তাতে ওনাদের জানার আগ্রহ আরো বেড়ে গেছে এজন্য সৌভিক ভাই কে নক করে আবার বিস্তারিত লেখার কথা জানানোর কথা ভেবেছেন ওনারা।

এর ই মাঝে

প্রীতি আহমেদ

জানালেন- আরে আপু আমি আর

Sabera Kabir

আপু তো ভাই কে বলেছি ৪র্থ পর্ব নিয়ে আলোচয়ান করতে।

Ferdousi Akhter

আপু হঠাত এসেই বললেন কি ব্যাপার সব সিনিয়র মিলেই শিখবেন আমাদের ই বাদ দিয়ে দিলেন?

Taslima Alam Munia

আপু বললেন আরে নাহ আপু সৌভিক ভাই ওনার কন্টেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেন এবং চান যে সকলেই পড়ুকে এখানে শেয়ার বা সেভ করে রাখাতেও কোন না নেই।

আচ্ছা এবারে সবাই একটু ভাই এর লেখা পড়েন দেখি ভাই কি বলেন আজকে, এটা জানালেন

Nadira Rahman Dipu

আপু।

সৌভিক-
✅ নিয়মিত বিভিন্ন কনটেন্ট শেয়ার করুন। আপনার পোস্ট লিংকডইন ফিড এর মাধ্যমে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন গ্রুপে আপনার কোম্পানির ব্লগ পোস্ট ও অন্যান্য ওয়েবসাইটের প্রয়োজনীয় লিংক সাবমিট করুন।
Shanzida Afrin Kanta

আপু- এটা কেন করবো?

সৌভিক-
এতে করে আপনার নেটওয়ার্ক যেমন বড় হবে, তেমনি মানুষ আপনার সম্পর্কে আগ্রহী হয়ে উঠবে।
Sabrin Rahman

আপু- আচ্ছা সৌভিক এত কানেকশন দিয়ে কি হবে বল তো।

সৌভিক-
✅ কানেকশন তৈরি অনেক বড় একটি দক্ষতা। ফেসবুকে অনেকেই আছেন একদম কাছের মানুষ ছাড়া কাউকে ফ্রেন্ডলিস্টে রাখেন না। কর্পোরেট জগতে এটি বোকামি হিসেবে গণ্য করা হয়।কানেকশন যতো বড়, আপনার ব্যবসার প্রসারও ততোই বাড়বে। বিভিন্ন মিটিং, সেমিনার, ওয়ার্কশপে মানুষের সাথে কথা বলুন, পরিচিত হন, লিংকডইনে কানেক্টেড থাকুন।
Rimpa Das

দিদি- আচ্ছা ভাই আমরা যেভাবে ফেসবুকে গ্রুপ ট্রুপ খুলি এখানে কি এসব কোন ব্যাপার আছে নাকি?

সৌভিক-
✅ ফেসবুকে যেমন পেইজ বা গ্রুপ তৈরি করি আমরা, লিংকডইনেও এরকম ব্যক্তিগত কানেকশন নিয়ে গ্রুপ তৈরি করা যায়। আপনি আপনার পরিচিতজনদের নিয়ে প্রোফেশনাল টিম গঠন করে নিতে পারেন। এটা আপনার কর্মক্ষেত্রে শক্তি বৃদ্ধি করবে।
Shamima Sultana

আপু- এইজন্য আমি আপনার পোষ্ট সব শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করবো তারপরে সব দেখে দেখে ঠিক করবো।

ভাই তারপরে বলেন আবার।
সৌভিক-
✅ “Elevator pitch” এর নাম অনেকেই শুনে থাকবেন। মনে করুন এলেভেটরে আপনার বসের সাথে দেখা, মাত্র ৩০ সেকেন্ডের একটি সুবর্ণ সুযোগ নিজেকে উপস্থাপন করার! এটি বেশ কঠিন ব্যাপার, কিন্তু সুযোগটিকে কাজে লাগাতে জানতে হবে।
Munny Mohosin

– এ ভাই এসব কি রে?

এত কিছু কি মাথায় থাকবে?
সৌভিক- সব মনে থাকবে আপু চর্চার ব্যাপার সব টায়।
একটু পয়েন্টের কারন ব্যাখ্যা করি।
কারণ নিয়োগকর্তারা আপনার পিছনে দীর্ঘ সময় খরচ করবে না। লিংকডইনের ‘Summary’ ও অনেকটা এলেভেটর পিচের মতোই। খুব সংক্ষেপে ২-১ লাইনের মধ্যে নিজেকে তুলে ধরুন।
Taslima Ferdoush Fuara

আপু- এইসব করবো কেন বলেন তো ভাই?

সৌভিক-
ক্যারিয়ারে আপনার লক্ষ্য, কোথায় পৌঁছতে এবং কেন আপনি এর যোগ্য – নিয়োগকর্তাদের মনে সাধারণত যে প্রশ্নগুলো থাকে খুব অল্পকথায় সেগুলোর উত্তর দিয়েই একটি সংক্ষিপ্ত, আকর্ষণীয় সামারি লিখে ফেলতে পারেন আপনি।
Giasuddin Roni

ভাই – ভাই ছবি কেমন দিব একটু বলেন তো, আমার আবার একটা ব্যাপার আছে না?

✅ লিংকডইনের ছবিটি কেমন হবে? ছবির গুরুত্ব সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন, অথচ ছবি দেখেই আপনার সম্পর্কে মানুষের মনে প্রাথমিক ধারণা জন্মাবে। যেহেতু আপনার লিংকডইন প্রোফাইলটি ব্যবসায়িক প্রয়োজনে – তাই ছবি হওয়া চাই প্রফেশনাল।
Md. Ibnul

ভাই- আমার আবার কভার কেমন রাখবো সেটা নিয়ে প্রশ্ন আছে।

সৌভিক-
✅ কভার ফটোতে এমন ছবি রাখার চেষ্টা করুন যেটি দেখে মানুষ আপনার কাজ সম্পর্কে একটি ধারণা পাবে। যেমন আপনি কোথাও বক্তব্য রাখবার সময় ছবি থাকলে – সেটি দর্শকের মনে ইতিবাচক ছাপ ফেলবে আপনার আত্নবিশ্বাস , নেতৃত্বগুণ এবং যোগ্যতা সম্পর্কে

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *