পন্যের প্রেজেন্টেশনের জন্য ছবি তুলবো কিভাবে?

 

Munny Mohosin

আ[পু ফোন করলেন সৌভিক কে।

মুন্নি আপু- ভাই কই তুই?
সৌভিক- এই তো আপু অফিসে, কেন কি হলো?
মুন্নি আপু- আরে আমরা এদিকে একত্রে বসে আছি তুই না ফটোগ্রাফি করার টিপস দিবি আজ।
সৌভিক- হ্যাঁ তা তো দিতে চাইলাম কিন্তু সেগুলি শিখতে কতজন এলো?
মুন্নি আপু- শোন ভাই আপাতত

Shanaz Hassan
Adhora Chowdhury
Rimpa Das
Shanzida Afrin Kanta
Mahmuda Haque Lipi
Ratna Rani Dev
Shormy Mala
Giasuddin Roni
Mukta Ghosh
Taslima Alam Munia

আপু আছি।

আরো সবাই এসেই যাবে।
সৌভিক- আচ্ছা ঠিক আছে বাট আগে জানাবে তো, আমি আসছি এখন ই।
উবারে কল করে চলে গেলাম ধানমন্ডিতে শাহানাজ আপুর বাসায়।
যেয়ে কলিং বেল দিতেই

Priyanka Basak

বলে আরে দাদা দ্রুত আসেন।

সৌভিক- কি হলো? এত তাড়া?
শাহানাজ আপু- আরে ভাই অনলাইন ব্যবসা যারা করছে তাদের তো এই জিনিস খুব দরকার।
সৌভিক- হ্যাঁ আপু আমি বলেছিলাম অনলাইনে পন্য বিক্রি হয় না, সেল হয় আসলে ছবি তাই আমাদের এটা জানতে হবে।
মুহতারিমা রহমান সইতি

আপু- হ্যাঁ মাষ্টার মশাই আলোচনা শুরু করুন।

সৌভিক-
যারা অনলাইন ব্যবসা করছেন, তাদের জন্য ফটোশুট খুব ই গুরুত্বপূর্ন এবং আমি আমার অভিজ্ঞতা থেকে তাদের জন্য কিছু টিপস শেয়ার করতে চাই।
Sabera Kabir

আপু- জ্বী জ্বী শুরু করুন।

সৌভিক-
প্রথমেই আমাদের চিন্তা কে লাগাম টেনে শুরু করাটা জরুরি, কারন আমরা যদি ভাবি যে আমার এই আচেহ এই নাই তাই হবে না।
তাহলে আর শুরুটাই হবে না এজন্য-
হাতে যা আছে তাই নিয়েই শুরু করে দিন।
Ferdousi Akhter

আপু- আমার তো ক্যামেরা নাই তাহলে?

সৌভিক-
ডি এস এল আর ই যে লাগবে ব্যাপার টা আসলে এমন না। ভালো মানের ক্যামেরা সম্পন্ন একটি মোবাইল কিনুন। এটাকে বিজনেস ইনভেস্টমেন্ট হিসেবে ধরতে পারেন।
এটা দিয়েই কাজ চালানো যাবে।
Abida Khan Shompa

আপু- ভাইয়া আপনার তোলা ছবিতে দারুন ব্যাকগ্রাউন্ড আসে সেটা কিভাবে করবো?

সৌভিক-
আমি সাধারনত কালো অথবা সবুজ কাপড় ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি অবশ্য কাপড়ের রঙ ভেদে অথবা প্রোডাক্ট বুঝে অনেক সময় সাদা ও ব্যাবহার করি।
Shamima Sultana

আপু- আচ্ছা আমার মোবাইলে কি হবে?

সৌভিক-
সবার আগে মোবাইল ক্যামেরার বিভিন্ন অপশন ব্যবহার করে কোথায় কি আছে এবং কোনটা কি কাজ করে সেটা ভালোভাবে বুঝে নিন। তাহলে উত্তর আপনার কাছেই থাকবে।
Naznin Nahar Khan

আপু- ভাইয়া আমি আজ ই শুরু করবো।

সৌভিক-
না না, হুট করেই ছবি তোলা শুরু করবেন না। আগে যেই পণ্যের ছবি তুলবেন তার বিভিন্ন ছবি অনলাইনে খুজে দেখুন। আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, কিভাবে ডিজাইন করবেন সেটার পরিকল্পনা করুন
এই ব্যাপারে

Shaila Afrin

আপু বেশ শিখেছেন এই কয়দিনে।

Sumi Akter

বন্ধু ছবিটি এডিট কিভাবে করবো?

সৌভিক-
শোন ছবিটি ভালোভাবে এডিট করতে হবে, এডিট করার সময় সম্ভব হলে পণ্যটি সামনে রাখতে হবে, কালার যেন চেঞ্জ না হয়ে যায় সেটি মাথায় রাখতে হবে।
মোবাইলের এক্সট্রা ফিলতার না ব্যাবহার করা ভালো।
Tiluttama Chowdhury

– দোস্ত কি দিয়ে এডিট করবো?

সৌভিক-
ছবি এডিট করার জন্য ফটোশপ সবচেয়ে ভালো, বাট এতা দিয়ে করতে না পারলে আমি অনেক গুলা ফটো এডিটিং এপস নিয়ে লিখেছি সেখান থেকে কোন টা ব্যাবহার করলেই হবে।
অথবা Snapseed এপটি ব্যবহার করতে পারিস। ফটো এডিট, টেক্সট বসানো, লোগো বসানো থেকে শুরু করে অনেক অনেক চমৎকার সব অপশন আছে এই এপে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *