সকাল থেকে সৌভিক কে অনলাইনে না দেখে
Abida Khan Shompa
আপু ফোন দিলেন সৌভিক ভাই কে, কারন আপুর সাথেই তার ৯০ দিনের কর্মশালা চলছে আজকে তার ৭ম দিন।
আপুর ও একটা নেশা হয়ে গেছে যে ৬ষ্ঠ দিন পর্যন্ত তো আমি আমার পেজের জন্য যা যা লাগবে তার উপরে একটু ধারনা অর্জন করেছি এখন জানা দরকার আরো কিছু।
এদিকে সৌভিক ভাই জানালো তিনি ক্যাম্পসে ব্যাস্ত রয়েছেন ছাত্র ছাত্রীদের নিয়ে তাই আসতে একটু দেরি হবে।
অবশেষে ভাই এলেন আর সেখানে এসেই দেখলেন
Shanaz Hassan
Shormy Mala
Taslima Alam Munia
Munny Mohosin
আপু সবাই আছেন।
বসতে বসতে দেখি
Ratna Rani Dev
দিদি এসেছেন আচার নিয়ে।
এই সময়ে আচার আর নাড়ু খাবার তো ইচ্ছা কম তাই অন্যকিছু খুঁজছিলাম তাকিয়ে দেখি
Lipika Talukder
দিদি খিচুড়ি নিয়ে হাজির আর
Ferdousi Akhter
আপু ঘি আর কোয়েল নিয়ে হাজির।
মোটামুটি একটু খাবার খেয়ে জমিয়ে দিলেন আড্ডা
Adhora Chowdhury
দিদি।
এবং শুরুতেই সবার প্রশ্ন হলো এফ কমার্সে এফিলিয়েট মার্কেটিং কিভাবে করবো?
সৌভিক-
প্রথমেই জানতে হবে এফিলিয়েট মার্কেটিং কি?
উত্তর: আমি তথাকথিত বই এর ভাষায় বলতে চাই না।
আমি ম্যাক্সিমাম টাইমে সব কিছুকে আমামার ধারনায় কেমন সেই অনুযায়ী বলতে ও বোঝাতে চেষ্টা করি।
ধরুন
Sabrin Rahman
আপুর একটি অনলাইন শপ আছে যার নাম Home Cuisine, উনি ঐখানে হোম মেড খাবার তৈরি করে সেল করেন।
উনি সৌভিক ভাই কে একটি কেক সেল করার সময় একটি কোড পাঠালেন এবং লিখে দিলেন বা জানিয়ে দিলেন যে ভাইয়া আপনাকে দেয়া কোড টা কেউ যদি ব্যাবহার করে আমার কাছে কেক অর্ডার করে তাহলে আপনার পরের অর্ডারে ১০০ টাকা ছাড় অথবা ১০০ টাকা ক্যাশ ব্যাক অফার।
এই জিনিস টাকে এফিলিয়েট মার্কেটিং বলে।
মানে কোন কোড বা কুপনের মাধ্যমে পন্য কেনা কাটা করার একটা প্রসেস।
Shanzida Afrin Kanta
আপুর বক্তব্য হলো, এখন প্রশ্ন হলো এটা করে লাভ কি?
সৌভিক-
ধরুন আপু আপনার পেইজ খেজুর বাড়ি থেকে একটা শাড়ি সেল করে ৩০০ টাকা লাভ করেছেন।
এই ব্যাপার টা কতজন জানে?
একজন।
কে সেটা?
কান্তা আপু।
আর ওনার পেজে শাড়ি পাওয়া যায় এটা কত জন জানে?
Shamima Sultana
আপু, কারন এটা শুধু তিনি কিনেছেন।
কিন্তু
Swapna Ahmed
আপু কি করলেন?
উনি
মুহতারিমা রহমান সইতি
আপুকে তার অর্ডার করা শাড়িটা পার্সেল করে একটা কুপন কোড দিয়ে লিখে দেন যে আপু আপনাকে দেয়া কোড দিয়ে কেউ পন্য ক্রয় করলে আপনার পরবর্তী অর্ডারে থাকছে ১০০ টাকা ছাড়।
অথবা ১০০ টাকা ক্যাশব্যাক অফার।
এবার মজা টা দেখুন সিইতি আপু কিন্তু স্বাভাবিক ভাবেই ব্যাপার টা আরো কিছু মানুষ কে জানাচ্ছে।
কেউ কিনুক বা না কিনুক জানতে তো পারছে।
আপনার পেজের লিংক ও যাচ্ছে মানুষের কাছে অনেক।
কি কি উপকার হচ্ছে দেখে আসি-
এতে অটোমেটিক আপনার পেজের লাইক ও রিচ বেড়ে যাবে।
ভাবছেন লস হচ্ছে মানে লাভের অংক কমে যাচ্ছে।
কিন্তু ভাবুন ১০০০ টাকা সেল করে ৩০০ টাকা লাভ করছেন, আবার ২০০০ টাকা সেল করলে হচ্ছে ৩০০*২-১০০=৫০০ টাকা।
আসলে বাড়লো নাকি কমলো?
একজন যদি ১০ জন কে লিংক দেয় তাহলে ১০ জন দিচ্ছে ১০০ জন কে।
ভেবেছেন?
সেল বেশি মানে পরিচিতি ও বেশি। আর পরিচিতি মানেই ব্রান্ডিং।
এটা জামদানি নিয়ে কাজ করা
Tasnem Binte Mahbub
আপু ভালো করেই জানেন বলে
Sabera Kabir
আপুকে অফার দিলেও দিলেন।