অনলাইন উদ্যোক্তার ১০০ দিন (এবাউট ট্যাবে কি কি কাজ করতে হয়)

 

আধিরা তার বাবার কাছ থেকে সম্মতি পাবার পর থেকে প্রায় সারা দিন ই ব্যয় করছে এফ-কমার্স নিয়ে টুকিটাকি জানা শোনার মধ্য দিয়ে।
এদিকে ডালিয়া তার হাতের কাজ গুছিয়ে চলে এসেছে আধিরার কাছে ওর নিজের ও কিছু জানার ছিলো এখন একত্রে বসলো সমাধান করার জন্য।
ডালিয়া- ননদিনী সব ই কম বেশি বুঝলেও আমার মনে হলো আগে এবাউট পেজের ব্যাপার টা জানা দরকার কারন এই পেজে অনেক কিছু দেখলাম আমি।
আধিরা- ভাবীজি আমি নিজেও এটাই ঘাটাঘাটি করছিলাম, চলো শুরু করি আমি যা বই পড়ে বুঝেছি সেটা দিয়েই-
Page Name– এইখানে তো আমরা সকলেই আমাদের নিজেদের পেজের নাম দিয়ে থাকি, তাই এটা নিয়ে আলোচনা না করলেও চলবে।
User Name– আমরা অনেকেই বুঝি না, এখানেই আমার গন্ডোগোল টা বেঁধে যায়। এইখানে আসলে সেটা লেখা উচিত যেটা লিখে সার্চ দিলে আপনার পেজ পাওয়া যাবে।অর্থাৎ, আপনার পেজের যে নাম সেটিই আপনার ইউজার নেম হওয়া উচিত কিন্তু যদি আপনি সেটি ফ্রী না পান তাহলে অন্য কিছু লিখতে পারেন তবে অবশ্যই পেজের সাথে মিল রেখে।
যেমন- ICT CARE হলো পেজের নাম আর ইউজার নেম হলো ictcare2015
Location– এবাউট পেজের এই অংশে আমরা আমাদের বিজনেস লোকেশন টি এড করবো, এখন আপডেট ফেসবুকের ক্ষেত্রে লোকেশন এড করতে চাইলে নিজের যে ম,এইল টি গুগলে দেয়া সেটির সাহায্য এক্সেস করলে অটোমেটিক লোকেশন টি নিয়ে নিবে।অন্যথায় আপনাকে সেট করে দিতে হবে আলাদা করে যেটা কিছুটা সমস্যার ও কারন হয়ে দাঁড়ায়। তাই এটি নিজেই করা উচিত।
Business Category– এখানে মুলত আপনার বিজনেস টি যে ক্যাটাগরীর সেটা উল্লেখ করতে হয়।যেমন ICT CARE টি আইটি বেইজড তাই এই পেজে Computer Company, Software Company এগুলি সিলেক্ট করে দেয়া। এখানে কিন্তু আপনাকে সেগুলি ই দিতে হবে যেগুলি এখানে আছে কারন নিজে লিখে দেবার কোন অপশন আপনি এখানে পাবেন না।
Hours- এখানে আপনার বিজনেস পেজে কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে সেটি দিতে হয়। নরমালি সবাই কে Always Open দিতে দেখবেন। অনেকে জেনে আবার অনেকেই না জেনে দিয়ে থাকেন তবে এটিই দেয়া উচিত কারন কখন নক করবে কাষ্টমার সেটা তো তার সময় বুঝে।ক্লোজড দেখলে আবার হয়তো কাষ্টমার হারাতে ও পারেন। শুরুর দিকে এটাই দিবেন সমস্যা নাই।
Business Details- এখানে আপনার বিজনেসের প্রাইসিং লিষ্ট কত থেকে কত পর্যন্ত সেটি দিতে হয়, টাকার সিম্বলে দেয়া যায় না বলে এটাকে Unspecifiedদিয়ে রাখায় ভালো। তবে বিজনেস ইন্টারন্যাশনাল হলে ডলারে দিয়ে দিতে পারেন।
Additional Contact info– এখানে মুলত তিনটি সেকশন থাকে, একটি হলো ওয়েব সাইট এড্রেস (যাদের ডোমেইন আছে কিন্তু ওয়েবসাইট নাই তারা এখানে ডোমেইন ফরোয়ার্ডিং করে নিয়ে এখানে ঐ এড্রেস টা দিয়ে দিবেন।এর পরে পাবেন ইমেল এড্রেস ও মোবাইল নাম্বার সেগুলি দিয়ে দিবেন এখানে।
More info- এখানে মুলত তিনটি সেকশন যা নিয়ে আলাদা করে লিখে দেয়া হয়েছে-
About- এখানে আপনাকে ২৫৫ ক্যারেক্টারের মধ্যে আপনার বিজনেস কে প্রেজেন্ট করে এমন কিছু দিতে হবে।যেটাকে বুলেট পয়েন্ট ও বলতে পারেন। অর্থাৎ আপনার বিজনেসে রিফ্লেক্ট করে এমন কিছুই লিখবেন।
Additional Information– এখানে বিজনেস কে নিয়ে আপনি আরো কিছু যোগ করে দিতে পারেন, অন্যান্য কার্যক্রমের মধ্যে যা যা আছে সেগুলিকে ফোকাস করতে পারেন।
Impressum– এখানে আপনার ব্যাবসার ছাপ থাকবে বক্তব্যের মাঝে অবশ্যই। এটা ও আপনি নিজে বুঝেই লিখবেন চাইলে সব ইনফরমেশন আপনি চেঞ্জ অ করতে পারবেন যেকোন সময়।
আচ্ছা ঠিক আছে ননদিনী তাহলে আমার পেজ কে সাজাতে চেষ্টা করি না পারলে তো আছেন ই লেখক সাহেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *