ফেসবুক পেইজ বুষ্টিং নিয়ে মাথায় চিন্তার অন্ত নেই ডালিয়ার।
এদিকে আধিরা ও এখন ব্যাস্ত বিদায় নেয়া নিয়ে। একাই দাঁড়াতে হবে নিজের পায়ে
এখন থেকে তবে আধিরা ও সাহায্য করবে কিন্তু সেটা তো আর ফিজিক্যালি নয়।
বই টা খুলে শুরু করলো আবার পড়তে-
Rupa Dorothy
আপুর ও চিন্তা হয়ে গেছে যে পোষ্ট বুষ্ট করবো নাকি পেইজ?
সব মিলিয়ে আবারো সৌভিক কে কল দিলো
ফাতিমা- দোস্ত তুই কই? দ্রুত আসতে হবে এবং আজ ই আমাদের পেজে এড দেবার বিষয়ে জানাতে হবে।
সৌভিক শুরু করার আগেই রনি ভাই আর কাউসার ভাই বললেন
এইটা পর্বে ভাগ করে জানিয়েন নইলে নোঝা কঠিন হতে পারে, কারন আমাদের সবাই আবার এইটা নিয়ে ভুল জেনেই আসছে।
Lipika Talukder
দিদির প্রশ্ন – প্রমোট/বুষ্ট কী?
সৌভিক- যদি আমরা মিনিং করি শব্দ গুলির তাহলেই কিন্তু আমরা
বুঝতে পারছি অনেকটা, তারপর ও অনেকে এটাকে অটো লাইক মনে করেন।
আসলে এমনটা নয় মোটেও প্রমোট/বুষ্ট হচ্ছে ফেসবুক পেইজে লাইক বাড়ানোর নিয়মতান্ত্রিক প্রন্থা।
প্রমোট দিলে আপনার পেইজটি মানুষের হোমপেইজে পৌছাবে এবং তারা এতে লাইক দেবে।
ফেসবুক পেইজ সাধারণত এভাবেই লাইক বাড়িয়ে জনপ্রিয় করা হয়।
পৃথিবীতে যত বড় বড় পেইজ আছে, সবগুলাই এই প্রন্থাতে বড় করা।
এমন সময়
Nadira Riya
জিজ্ঞাস করলো- বন্ধু এই লাইক কি রিয়েল বা টার্গেট কাষ্টমার বেজে হয়?
সৌভিক- হ্যাঁ লাইক রিয়েল ও টার্গেট কাষ্টমার বুঝে হয় তবে এজন্য দুইটা ওয়ে আছে।
Adhora Chowdhury
দিদি- সেগুলি কি কি?
সৌভিক- একটা হলো ক্যাম্পেইন বেজড আর একটা হলো টার্গেট বেজড।
ক্যাম্পেইন বেইজ লাইক সিষ্টেম– এই পদ্ধতিতে মুলত কোন
একটি ভাইরাল টপিক পেজে সেট করে এড দেয়া হয়, এতে লাইক আসে দ্রুত আর লাইক রিয়েল ও হইয় কিন্তু এই লাইক শুধু পেজে শো করে।
আসলে ওনারা আপনার পেজ দেখে লাইক দেয় না, দেয় মুলত আপনার পেজে দেয়া ঐ ভাইরাল কন্টেন্ট দেখে।
Jahan Lipe
আপু- আর টার্গেট কাষ্টমার হিসাবে?
সৌভিক- এই পদ্ধতিতে লাইক কত ডলারে কত আসবে সেটা আগেই বলা যায় না,
এই পদ্ধতিতে আপনার ফেসবুক পেজের কভার ইমেজ কে টার্গেট করে প্রোমোট করা হয়,
আর এখানে আপনি অডিয়েন্স যা সিলেকজট করে দিবেন তারা সবাই ই
আপনার পেজের কভার দেখে লাইক দিবে এজন্য এনারা টার্গেট কাষ্টমার হিসাবেই গন্য হয়।
এজন্য এই পদ্ধতিতে লাইক নিলে একটু বেশি তাকা খরচ হয় কারন ডলার বেশি যায়।
তবে এটা ই ভালো পদ্ধতি।
Afsana Khan
আপু জিজ্ঞাস করলেন যে- প্রমোট আর বুষ্টের মধ্যে পার্থক্য কি?
সৌভিক- আসলে দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বুষ্ট দেওয়া হয় পেইজের পোষ্টকে।
আপনার পেইজে একটা পোষ্ট করে সেটাকে বুষ্ট দিলে সেই পোষ্টটা মানুষের কাছে বেশি বেশি
পৌছাবে এবং তারা এই পোষ্টটাতে লাইক দেবে আর ম্যাসেজ সেট করলে ম্যাসেজ আসবে।
একেই বলে বুষ্ট।এটা করলে রিচ ও এঙ্গগেজমেন্ট ও আসবে। কিছু লাইক ও পেতে পারেন পেজে।
তবে মুল কাজ হলো কাষ্টমার নিয়ে আসা।
মুলত পন্য সেল করার জন্য পোষ্ট বুষ্ট করা হয়।
অন্যদিকে প্রমোট দিলে আপনার সম্পূর্ণ পেজটাই মানুষের কাছে পৌছাবে এবং তারা সেটাকে লাইক দেবে ;
এতে আপনার পেইজের লাইক বাড়বে।
আপনি যদি আপনার নির্দিষ্ট কোনো পোষ্ট বা ছবি মানুষের কাছে ছড়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বুষ্ট দেবেন।
আর যদি আপনার পেইজকে জনপ্রিয় করতে চান, তাহলে প্রমোট দেবেন।মুলতে পেজের লাইক বাড়াতে এই প্রোমোট করা হয়।