নিজের ও উদ্যোগের জনপ্রিয়তায় সোশ্যাল মিডিয়ার গুরুত্ব

জনপ্রিয়তা সবাই চাই, আর সেই জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা বাড়াতে হলে এমন কিছু করতে হবে,
যা কোনও না কোনও ভাবে মানুষের কাজে লাগে, এবং তারা তা ইতিবাচক ভাবে গ্রহণ করে।
শুধু নিজের ব্যাক্তিগত জীবনই শেয়ার করার নয়- ফেসবুকে মাঝে মাঝে কয়েকটি সেল্ফি,
রেস্টুরেন্টে খাওয়ার ছবি, বেড়াতে যাবার ছবি – ইত্যাদি দিলে আপনিও অন্য সবার মত রেসপন্স
পাবেন। কিন্তু উদ্যোক্তা হিসেবে জনপ্রিয় হওয়ার জন্য আপনাকে আরও কার্যকর ভাবে এ্যাকটিভ হতে হবে।
ফেসবুক শুধুমাত্র নিজের ব্যাক্তিগত জীবনকে প্রেজেন্ট করার জন্যই না।
নিজের গ্রুপ প পেজে একটিভ থাকুক- আপনার ব্যবসার সাথে সম্পর্কিত গ্রুপ ও
পেজে এ্যাকটিভ থাকুন। সেখানে কেউ প্রশ্ন করলে কাজে লাগার মত উত্তর দেয়ার চেষ্টা করুন।
সমস্যার সমাধান নিয়ে সুন্দর করে স্টাটাস দিন, কাজের ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত দিন এবং নিজের ব্যবসার বিভিন্ন ইভেন্ট নিয়ে ছবি ও স্টাটাস পোস্ট করুন – যেগুলো আপনার ব্যবসার ভাবমূর্তি ভালো করবে।
সফল ব্যাক্ত্রি ও আইডলদের ফোকাস করুন- আপনার ব্যবসার যাঁরা আইডল,
মানে যেসব সফল উদ্যোক্তা গণকে আপনি গুরু মানেন – তাঁদের জীবনী ও অন্যান্য বিষয় নিয়ে স্ট্যাটাস বা
গ্রুপ ও পেজে ভালো কিছু লিখুন – যেগুলো আপনার নিজের ক্ষেত্রের মানুষ শেয়ার
করতে চাইবে। এগুলো আপনার নাম ও প্রোফাইলকে ছড়িয়ে দেবে। লিখতে না পারলে ভিডিও ব্লগও করতে পারেন।
নিজের ছবি ও অনুভূতি শেয়ারে কৌশলি হয়ে উঠুন- নিজের ছবি বা অনুভূতি প্রকাশ করার বদলে যদি এমন কিছু পোস্ট করেন,যেগুলো আসলেই মানুষের কাজে লাগে । দেখবেন আপনার কাজের ক্ষেত্রের মানুষ ও অন্যদের মাঝে আপনার সত্যিকার জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে।
যেমন- আমি যদি আমার প্রোফাইল এভাবে একটা পোষ্ট দিই যে,

Razib Ahmed

স্যারের সাথে কাটানো কিছু সময়। এমন করে একটি ক্যাপশন দিলাম এবং কিছু সুন্দর ছবিসহ পোষ্ট দিলাম। তাহলে এখানে আমি হয়তো অনেক লাইক কমেন্ট পাবো, কিন্তু আমার প্রচারনা হলো না।

আমি যদি এমন লিখি- ই-ক্যাবের সভাপতি ও সার্চ বাংলাদেশ গ্রুপের প্রতিষ্ঠাতা, একই সাথে ফেসবুক কমিউনিটির লিডার শ্রদ্ধেও রাজীব আহম্মেদ স্যারের সাথে, ICT CARE প্রধান হিসাবে একটি মিটিং এ কথা হলো আমার আসন্ন বইমেলাতে আগত “অনলাইন উদ্যোক্তার ১০০ দিন” বইটি নিয়ে এবং ICT CARE এর কাষ্টমার মিটাপ নিয়ে।
এমনভাবে লিখে যদি কিছু হবি সংযোজন করে দিই, তাহলে আমার প্রচারনার সাথে আমার উদ্যোগের ও প্রচারনা হয়ে যাবে।
সোশ্যাল মিডিয়া মানে শুধুই ফেসবুক নয়- আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুককেই বুঝে থাকি। ফেসবুকের বাইরে লিংকড ইন এবং গুগল প্লাসে এ্যাকটিভ হোন। বিশেষ করে লিংকড ইন প্রফেশনালদের জন্য আদর্শ জায়গা (এই সম্পর্কে ৪/৫ টি লেখা আছে আমার) এখানে আপনি আপনার ব্যবসায়িক জ্ঞান ও মতামত প্রকাশ করলে তা আপনাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলবে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *