সেলস টেকনিক বা বিক্রয় কৌশল

সেলস টেকনিক বা বিক্রয় কৌশল যে যত ভালো জানে, উদ্যোক্তা হিসেবে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। একজন নতুন উদ্যোক্তা হিসেবে নিজের আইডিয়া, প্রোডাক্ট ও সার্ভিসকে ক্রেতা, ইনভেস্টর ও সাধারণ জনগনের কাছে গ্রহণ যোগ্য করে তুলে নিজের ব্র্যান্ড বা ব্যবসাকে সফল করাই মূলত একটি ভালো সেলস টেকনিক এর কাজ।
আজ আমরা জানবো এমন তিনটি সেলস টেকনিক সম্পর্কে।
যদি কোনও উদ্যোক্তাকে সফল হতে হয়, তবে তার প্রথমে কিছুদিন সেলস পার্সন হিসেবে কাজ করা উচিৎ। একজন মানুষ যখন বিক্রয় কর্মী হিসেবে কাজ শুরু করে – তখন সে বেশ কয়েকটি শিক্ষা পায় – যা সারা জীবন তার কাজে লাগে।
সেলস পার্সন বা বিক্রয় কর্মী হিসেবে কাজ করার ফলে একজন মানুষ না- শুনতে অভ্যস্ত হয়। সেইসাথে না-কে হ্যাঁ বানানোর কৌশল তাকে রপ্ত করতে হয়। নিজের ইগো বিসর্জন দেয়া শিখতে হয়। একজন বিক্রয় কর্মী খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে, সফল হতে গেলে তাকে সব সময়ে শিখতে হবে। সে বুঝতে পারে তার দুর্বলতা কোথায়, এবং ঠিক কোন কোন জায়গায় তাকে উন্নতি করতে হবে। এইসব গুণ একজন নতুন উদ্যোক্তার সাফল্যের অন্যতম শর্ত।
✅ মেনে নিতে হবে, শিক্ষা থাকলেই পারফর্ম করা যায় না
✅ কাস্টমারের দিক থেকে চিন্তা করা শিখুন
✅ নতুন ট্রেন্ড ও টেকনোলজি সম্পর্কে ধারণা রাখতে হবে
আজকের এই টপিকে আমরা জেনেছি শুধুমাত্র তিনটি টপিকে,ইনশাআল্লাহ পরের পর্ব থেকে একটি একটি পয়েন্ট নিয়ে লিখবো আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *