আগের লেখাতেই বলেছি, ইন্টারনেট ব্যবহারকারীরা যখন একই রকম জিনিস বিভিন্ন জায়গায় দেখে – তখন তারা সবগুলোকে একই রকম ধরে নেয়। ইন্টারনেটে এ্যাড বা ওয়েবসাইটের জন্য প্রচুর থিম পাওয়া যায়। এবং সবগুলোর মাঝেই কিছু না কিছু মিল আছে। এমনকি একই জিনিস একটু এদিক ওদিক করে নতুন থিম বানানো হয়। এবং বেশিরভাগ প্রতিষ্ঠান এগুলোই ব্যবহার করে।
আপনার ডিজাইন বা ওয়েবসাইট কেমন – সেই বিষয়ে একজন গ্রাহক মাত্র ৩ সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। এবং এর মধ্যে যদি ইউনিক কিছু না থাকে, তবে তা এড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
আপনি যদি কমন টাইপের ডিজাইন ব্যবহার করেন, তবে অবচেতনে একজন গ্রাহক বুঝে ফেলে যে এটার পেছনে খুব বেশি খাটাখাটনি করা হয়নি। গ্রাহককে ধরে রাখার জন্য, এবং তার বিশ্বাস অর্জনের জন্য আপনাকে সৃষ্টিশীলতা দেখাতে হবে।
যে কোনও ডিজাইনের জন্য এমন থিম ভাবুন – যেটা আর কেউ ব্যবহার করে না। প্রয়োজন হলে একজন ভালো ডিজাইনারের পেছনে কিছু বাড়তি টাকা খরচ করুন। দিন শেষে এতে আপনার ব্র্যান্ডেরই লাভ হবে।