ব্যর্থতার ভয় মানুষের বড় লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বড় বাধা। অনেকেরই জীবনে বড় কিছু করার স্বপ্ন থাকে। কিন্তু বেশিরভাগই সেই স্বপ্ন পূরণ করার কাজই শুরু করতে পারে না। কারণ, ব্যর্থ হওয়ার ভয়। স্বপ্ন পূরণের পথে পা বাড়ানোর কথা ভাবলেই অনেক সময়ে মনে হয়: “আমার যথেষ্ঠ টাকা নেই”, “যথেষ্ঠ শক্তি নেই”, ”মেধা নেই” – ইত্যাদি।
এইসব নেতিবাচক বা নেগেটিভ চিন্তা কাজই শুরু করতে দেয় না। কাজ শুরু করার আগেই ব্যর্থ হওয়ার চিন্তা মানুষকে ব্যর্থ হওয়ার আগেই ব্যর্থ করে দেয়।
শেক্সপিয়র লিখেছেন, “আমাদের নিজেকে নিয়ে সন্দেহগুলো অনেক বড় প্রতারক। এগুলোর কারণে অনেক কিছুই আমরা চেষ্টা করিনা, যেগুলো আসলে আমরা অর্জন করতে পারতাম”
সত্যিকথা বলতে বেশিরভাগ ভয়ই অমূলক। যে কোনও বড় স্বপ্ন দেখলে সেখানে ব্যর্থতার ভয় থাকবেই। বড় বড় সফল মানুষরাও ব্যর্থতার ভয় পান। কিন্তু তাঁরা সেই ভয়কে পাত্তা না দিয়ে সফল হওয়ার জন্য কাজ করেন। ব্যর্থতার ভয় থাকার পরও কাজ করে গেছেন বলেই জ্যাক মা একদম শূন্য অবস্থা থেকে পৃথিবীর সেরা উদ্যোক্তা হতে পেরেছেন। দশম শ্রেণী পাশ না করা ধীরুভাই আম্বানি এশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পেরেছেন।
আপনি যত ছোট অবস্থায় থেকে যত বড় হওয়ার স্বপ্নই দেখেন না কেন – সেটা পূরণ হওয়া সম্ভব। আপনাকে শুধু কাজ করতে হবে। ব্যর্থতার ভয়কে পাত্তা দেয়া যাবে না। এটা সব সময়েই মনের ভেতর থাকবে। কিন্তু একে প্রভাব বিস্তার করতে দেয়া যাবে না।
আপনার হয়তো মনে হচ্ছে, বলা সহজ কিন্তু করা কঠিন। আসলে কঠিন বা সহজ বলতে কিছু নেই। যদি কোনওকিছু করার সঠিক উপায় জানা থাকে, এবং সেগুলো নিয়মিত অনুশীলন করা যায় – তবে যে কোনও কঠিন কাজ সহজ হয়ে যায়।
পরের সেগমেন্ট গুলিতে লিখবো এই অবস্থা থেকে উত্তোরণের উপায় নিয়ে।