ফেসবুক প্রোফাইল ফেসবুকে আপনার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার নিজের বা পরিবার ও বন্ধুবান্ধব সম্পর্কে কথাবার্তা বলেন। সাথে ব্যক্তিগত আপডেট শেয়ার করেন। আপনার যদি কোনো ব্যবসা বা প্রতিষ্ঠান নিয়ে আগ্রহ থাকে, সেসবের আপডেট থাকতে পারে সেখানে। প্রোফাইলের এসব আপডেট আপনার ফ্রেন্ড লিস্টের লোকজনের মধ্যে সীমাবদ্ধ। আবার আপনি ৫০০০ জনের বেশি ফ্রেন্ড রাখতেও পারবেন না লিস্টে।
যদিও আমরা এখন প্রোফাইলে নিজের কাজ ও উদ্যোগ নিয়ে শেয়ার করি,তাই এটাও বলা যায়- আপনার সকল শেয়ার করা তথ্য থেকে যাবে শুধুমাত্র আপনার বন্ধু তালিকার মধ্যে।
অন্যদিকে পেইজের রীচ অনেক বেশি। যারা আপনার পেইজে লাইক দেবেন এবং ফলো করবেন – সবাই আপনার আপডেট পাবেন। লাখ-লাখ, মিলিয়ন-মিলিয়ন রীচ হওয়াও সম্ভব এখানে। পেইজের মাধ্যমে লোকে আপনার ব্যবসা সম্পর্কে জানবে। পেজের দ্বারা একটি বিজনেসকে যেভাবে প্রোমোট করা যায়, সেভাবে আর কোন মাধ্যম নাই।
যেকোনো কিছু সম্পর্কে ফেসবুক পেইজ রয়েছে। যেমন, বিখ্যাত লেখক থেকে শুরু করে বুটিক শপ কিংবা আপনার যেকোন শখ।
ফেসবুক পেইজ দিয়ে কী কী করা যায়?
যারা পেইজে লাইক দেবেন, তাদের সাথে কানেক্ট হতে পারবেন ও ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করতে পারবেন। তাদের সাথে বিভিন্ন পোস্ট শেয়ার করতে পারবেন।
নিজের পেইজ থেকে কমেন্ট করতে পারবেন।
কেউ পেইজের ইনবক্সে মেসেজ পাঠালে উত্তর দিতে পারবেন।
আপনার প্রোডাক্ট শোকেস করতে পারবেন। প্রোডাক্টের দাম ও অফার জানাতে পারবেন কাস্টমারদেরকে। প্রোডাক্ট অর্ডার নিতে পারবেন।
চাকরির বিজ্ঞপ্তি দিতে পারবেন।
পেইজ থেকে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনও রান করতে পারবেন।
পেইজের ইউজার ও ফলোয়ারদের সম্পর্কে ডেটা পাবেন। যেমন, তারা পেইজে এসে কী কী করেন বা কোন বিষয়ে তাদের আগ্রহ রয়েছে।
ব্যবসার শুরুর দিকে ওয়েবসাইট বানানো ও চালানো সম্ভব নাও হতে পারে অনেকের জন্য। এক্ষেত্রে ফেসবুক পেইজ বিনা মূল্যে ব্যবহার করে ব্যবসার প্রসারে কাজে লাগানো সম্ভব।
ফেসবুক পেজের শপ ফিচার ব্যাবহার করে একটি ভার্চুয়াল দোকান ও প্রতিষ্ঠা করা যায়।