দুর্ভাগ্যক্রমে, পেশাদার জীবনে উপরে উঠতে, শুধু কঠোর পরিশ্রম করাই আজকাল যথেষ্ট না। এর পাশাপাশি আপনাকে আপনার পিআইই নিয়ন্ত্রণে রাখতে হবে।
পিআইই হচ্ছে পারফরম্যান্স, ইমেজ এবং এক্সপোজার। ক্যারিয়ারে উন্নতি করতে হলে, এই তিনটি বিষয় নিয়ন্ত্রণ করা আবশ্যক।
সবকিছুর মূলেই হচ্ছে পারফরম্যান্স। আপনার কাজের ক্ষেত্রে সবসময় আপনাকে ইতিবাচক ফলাফল সরবরাহ করার চেষ্টা করতে হবে। আপনার কাজের একুরেসি আর আপনার কথার মুল্য বোঝাতে হবে আগে।এইটা খুব গুরুত্বপূর্ণ, আসলে এটা শুধুমাত্র তারাই বুঝবেন যাদের সাথে এই ব্যাপার গুলি ঘটে।
ইমেজ হচ্ছে অন্যান্য লোকেরা আপনাকে নিয়ে কী ভাবে – এটাই আপনার পার্সোনাল ব্র্যান্ড।ধরুন আপনার কাজের একুরেসি খুব ভালো মানে পারফরম্যান্স দারুন।কিন্তু আপনার পোষ্ট সার্ভিস ভালোনা কিংবা আপনার কথা ও কাজের মেলবন্ধন এ সমস্যা আছে তাহলে আপনার ইমেজ ভালো থাকবেনা কোন ভাবেই।
সবশেষে, এক্সপোজার এর মাধ্যমে আপনি কে এবং আপনার উদ্দেশ্য কী তা সবার কাছে পৌঁছানো সম্ভব। দেখুন এই ব্যাপারটা হলো ম্যাসেজ টাইপ অফ।
আমি একজন কে চিনি যিনি মানুষ হিসাবে ভালো এবং ব্যাবসায়ে সৎ কিন্তু সমস্যা হলো ওনার এক্সপোজারে।
কারন উনি বেশ লেজি,কখনোই ১২ টা বলে ১২ টায় হয়না।
এজন্য ওনার সম্পর্কে আমার ম্যাসেজ হলো উনি ১২ টা বললে আমি সেটা ২ টায় ধরি।এবং এভাবেই আগায় কোন কাজে।
এক্সপোজার হলো আপনার কাজ ও আপনার সম্পর্কে একটা ক্লিয়ার ম্যাসেজ দেয়া যে আপনার মিশন ভিশন টা ঠিক কেমন।
এই ৩ ক্ষেত্রের মাঝে কোথায় নিজেকে উন্নত করার সুযোগ আছে তা বোঝার চেষ্টা করুন। আপনি কি কাজের ভাল ফলাফল পাচ্ছেন কিন্তু আপনার ইমেজ দুর্দান্ত নয়?
আপনার ইমেজও ঠিক আছে কিন্তু আপনি এক্সপোজারের অভাব বোধ করছেন?
সেরা ফলাফলের জন্য আপনাকে তিনটি দিকেই মনোযোগ দিতে হবে।এইক্ষেত্রে ব্যাপারটা হলো ১০০ তে ১০০ পাবার মত। ৯৯.৯৯ ও এলাও নয় সাকসেস হবার জন্য।