পারসোনাল ব্রান্ডিং- আপনার ব্রান্ডিং এর কাঠামো ঠিক করুন

 
একটি পার্সোনাল ব্র্যান্ড-এর কাঠামোতে বেশ কয়েকটি মূল উপাদান থাকে:
পার্সোনাল ব্র্যান্ড – এর উদ্দেশ্যঃ
আপনার সামগ্রিক উদ্দেশ্য কী? আপনি কেন রোজ সকালে উঠে কাজে যান? আপনি কী অর্জন করতে চূড়ান্ত চেষ্টা করছেন? (সেটা পেশাদার ক্ষেত্রে হতে পারে আবার আপনার পণ্য বা পরিষেবা দিয়ে অন্যকে সহায়তা করাও হতে পারে।)।
পার্সোনাল ব্র্যান্ড – এর অন্তর্নিহিত উদ্দেশ্যঃ
আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে কোন জিনিসগুলোকে আপনি সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচনা করেন? সৃজনশীলতা নাকি নতুনত্ব? আন্তরিকতা নাকি শ্রদ্ধা? শৃঙ্খলা নাকি নির্ভরতা? এরকম মোটামুটি ৫টি পয়েন্ট ঠিক করুন। যা আপনার ভিতরের আমিকে প্রেজেন্ট করবে।
আপনার কথায় বিশ্বাসের কারণগুলিঃ
আপনার স্কিলগুলো কী কী? আপনার মধ্যে এমন কোন পারদর্শিতাগুলো আছে যা অন্যান্যদের মাঝে নেই? কিসের সাহায্যে আপনি মানুষের বিশ্বাস অর্জন করবেন?
এখন, আপনি নিজেকে নিয়ে যা যা দাবি করছেন, তা প্রমাণ করার জন্য আপনার পুরষ্কার, সার্টিফিকেট, ডিগ্রী, বিশেষ মিডিয়া উপস্থিতি এবং আপনার কাজের মূল উদাহরণগুলোর একটি তালিকা তৈরি করুন। কিংবা প্রোটফোলিও বানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *