সিরিজ ভিত্তিক লেখার ৩য় পর্ব আজ,আজকের পর্বে থাকছে প্রচারনা নিয়ে আলোচনা।
আজকের লেখার শুরুতেই একটা চমকপ্রদ তথ্য দিয়ে শুরু করি চলুন-
আপনি হয়তো এই তথ্যটি জানেননা যে, প্রতি বছর সারা পৃথিবীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো মিলে শুধুমাত্র শিশুদের জন্য বানানো পন্যের প্রচারের পেছনে প্রায় ১৫০০ কোটি মার্কিন ডলার অর্থাৎ ১২ লক্ষ কোটি টাকা খরচ করে!
তাহলে বুঝতেই পারছেন ব্যবসার জন্য প্রচার কতটা গুরুত্বপূর্ণ।
বিশ্বখ্যাত অনলাইন অর্থ লেনদেনকারী কোম্পানী পে-পাল এর সহ প্রতিষ্ঠাতা পিটার থেইল তাঁর “Zero to One” বইতে লিখেছেন “একটি খারাপ পন্যও ভাল মার্কেটিং এর মাধ্যমে প্রাথমিক ভাবে বেশ ভাল বিক্রী হতে পারে, কিন্তু একটি ভাল পন্যও খারাপ মার্কেটিং এর কারনে বিক্রী না হয়ে পড়ে থাকতে পারে”।
এর কারনটা খুবই সহজ। কারন আপনি যদি একটি খুব ভাল পন্য বানিয়েও সেটিকে ঘরে ফেলে রাখেন তাহলে তার ব্যাপারে কেউ কিছু জানবে না, এবং যদি কেউ না-ই জানে তাহলে তারা কিভাবে তা কিনবে?
এই কারনেই আপনার পন্য বা সেবাকে মানুষের সামনে নিয়ে আসাটা খুবই জরুরী।
ব্যবসার প্রচারের সময়ে আপনাকে আরও একটি জরুরী ব্যাপার মাথায় রাখতে হবে, আর তা হল আপনার পন্য বা সেবাটি আপনি সঠিক মানুষদের কাছে প্রচার করছেন – এটি নিশ্চিত করা।
ভেবে দেখুন যার বাড়িতে কোনও বাচ্চা নেই তার কাছে আপনি আপনার কোম্পানীর বানানো সেরা ফিডারটির প্রচার করে কি লাভ পাবেন?
আপনার পন্যের সঠিক প্রচারণার জন্য টার্গেট বুষ্টের কন্টেন্ট টি পড়তে পারেন।