“Ego is the enemy” বেস্ট সেলিং বইটিতে লেখক পুরাতন ও বর্তমান সময়ের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির ওপর ইগো কিভাবে প্রভাব বিস্তার করেছে – তা নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনার পাশাপাশি তিনি ইগোকে পাশ কাটিয়ে কিভাবে জীবনে সত্যিকার সফলতার দেখা পাওয়া যায় – সেই উপায়ও বলে দিয়েছেন।
আমরা অবশ্য এই রিভিউতে অতটা বিস্তারিত ভাবে সেইসব ব্যক্তিদের নিয়ে আলোচনা করব না। এখানে বইয়ের আলোকে আমরা আপনাকে ইগোর ব্যাপারে একটি স্পষ্ট ধারনা দেয়ার চেষ্টা করব, পাশাপাশি এর থেকে বের হয়ে আসার উপায়গুলো আপনাকে বিস্তারিত বলব।
বইটি ৩ ভাগে ভাগ করা হয়েছে। এই তিনটি ভাগে লেখক জীবনের প্রধান তিনটি পর্যায়ের কথা বলেছেন, যেগুলোকে ইগো সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে। এই জায়গাগুলোতে ইগো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং এটা আপনাকে আপনার সাফল্যের পথ থেকে ছিটকে দিতে পারে।
জীবনের গুরুত্বপূর্ণ এই তিনটি পর্যায় নিন্মরূপ:
-
লক্ষ্য ও আকাঙ্খা: জীবনের এই ভাগে মানুষ তার জীবনের লক্ষ্য নির্ধারন করে, এবং তা পূরণ করার আশায় বুক বাঁধে।
-
প্রাথমিক সাফল্য: জীবনের এই ভাগে মানুষ তার লক্ষ্য পূরণ করতে শুরু করে, এবং অন্যদের কাছ থেকে প্রশংসা পেতে শুরু করে।
-
ব্যর্থতা: এই ক্ষেত্রে মানুষের সার্বিক অবস্থা খারাপ হয়ে পড়ে এবং তার ওপরে আসা ব্যক্তিগত ও সামাজিক বিভিন্ন সমস্যা তাকে সামলাতে হয়।