পোষ্ট বুষ্ট নিয়ে আমাদের যে অবস্থা 

আমার লেখা আগের অনেক কন্টেন্টে আমি বুষ্ট আর প্রমোট নিয়ে আলোচনা করেছি তাই আজকে আমি আর সেই ব্যাখ্যায় না গিয়ে সরাসরি লিখবো, আমাদের ধারনা গুলি নিয়ে।
প্রশ্ন-১ঃ বুষ্ট করতে খরচ কেমন হয়?
উত্তর- এটা ডিপেন্ড করে আপনার নিজের উপরে,আপনি যত ডলার বুষ্ট/প্রোমোট করতে চাইছেন তত ডলারের বিলই আপনার খরচ।তবে এই ক্ষেত্রে এক একটা কোম্পানির এক এক রকম নিয়ম আছে যে,ওনারা কত ডলারের নিচে করেননা সেটা।
যেমন- কোন কোম্পানি যদি ৫ ডলারের নিচে না করে,তাহলে আপনার মিনিমাম চার্জ যাবে ঐ ৫ ডলার।
প্রশ্ন-২ঃ বুষ্ট করলে কত মানুষ দেখবে?
উত্তর- এইটা ডিপেন্ড করে- আপনার পেজের কোয়ালিটি আপনার পেজের কন্টেন্ট,বুষ্ট কৃত কন্টেন্ট ও আপনার টার্গেট কাষ্টমার সেট করার উপরে।
আর এজন্য যারা এক্সপার্ট তারা কন্টেন্ট না দেখে আপনাকে ধারনা দিতে পারবেন না।
প্রশ্ন-৩ঃ বুষ্ট করলে আমার সেল বাড়বে তাই তো?
উত্তর- নাহ,এইটাও ডিপেন্ড করে আপনার নিজের মর্জির উপরে।কারন আপনি কি চাইছেন সেটা ফ্যাক্ট।
আপনি যদি সেল চান- আপনার কাষ্টমার লাগবে,তাহলে আপনার টার্গেট হবে ম্যাসেজ গেইন করা।
আপনি যদি ভিডিও তে ভিউ চান- তাহলে আপনার টার্গেট হবে Get more view on video.
আপনি যদি পোষ্টে লাইক,কমেন্ট চান- এক্ষেত্রে আপনার টার্গেট হবে Get more engagement.
প্রশ্ন-৪ঃ আমি কি একত্রে সব পেতে পারিনা?
উত্তর- পারবেন, ফেসবুক কর্তৃপক্ষ যেদিন থেকে এই নিয়ন বা ফিচার দিবেন সেদিন থেকেই পারবেন।
প্রশ্ন-৫ঃ বুষ্ট হবার সাথে সাথে আমার কি রিচ আর সেল হয়ে যাবে?
উত্তর- মোটেও না,আগে পোষ্ট টা সবার কাছে যেতে দিতে সনয় দেন,তারপরে ওনারা ম্যাসেজ করবে যদি ইন্টারেস্ট ফিল করেন।
তারপরে আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলে ঠিক করে নিবেন কাষ্টমার,এখানে বুষ্ট কারীর কোন হাত নেই।
প্রশ্ন-৬ঃ বুষ্ট করার সময় টার্গেট কাষ্টমার ব্যাপার টা কি?
উত্তরঃ ঐ যে আপনি কোন জায়গায় বুষ্ট টা করতে চাইছেন,কত বছর বয়সিদের কাছে পৌছাতে চান,কোন প্রফেশনের মানুষের কাছে দিতে চান এইগুলি সেট করায় হলো টার্গেট কাষ্টমার সিলেক্ট করা।
প্রশ্ন-৭ঃ কি করলে রিচ বেশি হবে?
উত্তরঃ যত বেশি ডলার,এবং রেস্ট্রিকশন যত কম হবে তত রিচ বাড়বে।
ব্যাপার টা একটু ক্লিয়ার করি-
শারমিন জাহান সুইটি আপু বুষ্ট করেন- সারাদেশ,বোথ জেন্ডার এবং তাদের বয়স হলো ১৮-৬০, এবং সেটা সারা মাস ব্যাপি।
আবার Mymuna Rose আপু বুষ্ট করেন- সারাদেশ,শুধুমাত্র ফিমেল জেন্ডার এবং বয়স হলো ১৮-৪৫ বছর।
এখন আপনারাই দেখুন- একজন দেশের সবার কাছে দিতে চাইছেন এবং অন্যজন শুধু একটা নিদৃষ্ট জেন্ডারের কাছে দিতে চাইছেন তাহলে কার রিচ বেশি হবে?
আজকের কন্টেন্টে এই পর্যন্ত,কোন প্রশ্ন মনের মধ্যে ঘুরে বেড়ালে সেটাকে বের করে ফেলুন কমেন্ট বক্সে।

Newsletter Updates

Enter your email address below and subscribe to our newsletter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *